Breaking News
 
Mamata Banerjee: ‘বিজেপির লুট ও গণতন্ত্র হত্যা’, আইপ্যাক অফিসে ইডি অভিযানের প্রতিবাদে মিছিলের ডাক মমতার Mamata Banerjee at I-PAC Office: 'মার্ডার অফ ডেমোক্রেসি',সল্টলেকে আইপ্যাক অফিসে তল্লাশি, বিজেপি সরকারকে কটাক্ষ মমতার Mamata banerjee: ‘আমাদের ভোটের স্ট্র্যাটেজি ছিনতাই করা হয়েছে’—ইডি হানার মধ্যে I-PAC দপ্তরে তোপ দাগলেন মমতা Mamata Banerjee: তল্লাশির আবহে প্রতীকের বাড়ি থেকে I-PAC, মুখ্যমন্ত্রীর গাড়িতে তোলা হল গুরুত্বপূর্ণ নথি ED Raid at I-PAC Office: সল্টলেক ও লাউডন স্ট্রিটে ইডির তল্লাশি, কয়লা পাচারের পুরনো মামলায় প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি TMC government initiatives:তিন কর্মসূচিতেই কেল্লাফতে? বিরোধীদের রুখতে নবান্নের হাতিয়ার এখন পরিষেবা আর ‘পাঁচালি’ প্রচারের কড়া নজরদারি

 

Entertainment

3 days ago

Debolina Nandy: বিয়ের পর প্রবল মানসিক চাপ, দেবলীনার লাইভে উদ্বেগজনক বার্তা, সংকটে গায়িকার স্বাস্থ্য

Debolina Nandy
Debolina Nandy

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: সোশ্যাল মিডিয়ায় হাসিমুখে সব সময় ছবি পোস্ট করা এবং জীবনযাত্রার খুঁটিনাটি তুলে ধরা দেবলীনা নন্দী আচমকাই নিজের জীবনের সংকট প্রকাশ করলেন। ২০২৪ সালে পাইলট প্রবাহ নন্দীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ দেবলীনা সবকিছু ঠিকঠাক থাকলেও আচমকাই ঘটে ছন্দপতন। 

সম্প্রতি দেবলীনাকে একটি লাইভে বলতে শোনা যায় যে, তিনি মানসিকভাবে অসুস্থ এবং জীবনের নানা চাপের কারণে বিধ্বস্ত। লাইভে তিনি জানান, বিয়ের পর থেকেই তার মাকে নিয়ে সকলের সমস্যা। তিনি সবসময় সবাইকে একসঙ্গে নিয়ে চলতেই ভালোবাসেন কিন্তু সকলের মন জয় করার চেষ্টা করলেও তিনি অবশেষে হেরে যান। শ্বশুরবাড়ির নাম না উল্লেখ করেই দেবলীনা বলেন, সংসার করতে গিয়ে তাকে একটা কথা বারবার শুনতে হয় মাকে ছেড়ে দিতে হবে। কাজ নিয়েও একাধিক সমস্যা বাড়িতে।


লাইভ চলাকালীন দেবলীনা বারবার বলেন, আমি অনেক চেষ্টা করলাম কিন্তু আর পারলাম না। এই লাইভটা হয়তো যখন সকলে দেখবে তখন আমি থাকবো না। হয়তো আমাকে নিয়ে নিউজ তৈরি হয়ে যাবে। তবে আমি চেয়েছিলাম আমার জীবনের শেষ সময়ে আমি সেজেগুজে থাকি তাই আজ খুব সুন্দর করে সেজেছি। লাইভ চলাকালীন সময়ে নেটিজেনরা বারবার তাকে সহায়তা ও সমর্থনের বার্তা পাঠান এবং ভুল পদক্ষেপ না নেওয়ার জন্য অনুরোধ করেন। কিন্তু লাইভের কয়েক ঘণ্টার মধ্যে জানা যায়, দেবলীনা হাসপাতালে ভর্তি। ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন তিনি। বন্ধু সায়কের শেয়ার করা ছবি থেকে বোঝা যায়, দেবলীনা এখন নিরাপদে এবং চিকিৎসাধীন। পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে। ঠিক কোন পরিস্থিতিতে গায়িকাকে এমন চরম সিদ্ধান্ত নিতে হল, তা খতিয়ে দেখা হচ্ছে। আপাতত সকলে প্রার্থনা করছেন, দেবলীনা দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসুক।


You might also like!