Breaking News
 
Mamata Banerjee: ‘বিজেপির লুট ও গণতন্ত্র হত্যা’, আইপ্যাক অফিসে ইডি অভিযানের প্রতিবাদে মিছিলের ডাক মমতার Mamata Banerjee at I-PAC Office: 'মার্ডার অফ ডেমোক্রেসি',সল্টলেকে আইপ্যাক অফিসে তল্লাশি, বিজেপি সরকারকে কটাক্ষ মমতার Mamata banerjee: ‘আমাদের ভোটের স্ট্র্যাটেজি ছিনতাই করা হয়েছে’—ইডি হানার মধ্যে I-PAC দপ্তরে তোপ দাগলেন মমতা Mamata Banerjee: তল্লাশির আবহে প্রতীকের বাড়ি থেকে I-PAC, মুখ্যমন্ত্রীর গাড়িতে তোলা হল গুরুত্বপূর্ণ নথি ED Raid at I-PAC Office: সল্টলেক ও লাউডন স্ট্রিটে ইডির তল্লাশি, কয়লা পাচারের পুরনো মামলায় প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি TMC government initiatives:তিন কর্মসূচিতেই কেল্লাফতে? বিরোধীদের রুখতে নবান্নের হাতিয়ার এখন পরিষেবা আর ‘পাঁচালি’ প্রচারের কড়া নজরদারি

 

kolkata

1 week ago

Suvendu Adhikari:শুভেন্দুর নিশানায় এবার ‘সেবাশ্রয়’! জন্ম নিয়ন্ত্রণ নিয়ে বিতর্কিত বয়ানে বিভাজনের রাজনীতি খুঁজছে তৃণমূল

Suvendu Adhikari
Suvendu Adhikari

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:তৃণমূল কংগ্রেসের উন্নয়নমূলক প্রকল্পকে নিশানা করতে গিয়ে এবার ‘সেবাশ্রয়’ কেন্দ্র নিয়ে অত্যন্ত চাঞ্চল্যকর দাবি করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নিজের বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামে দাঁড়িয়ে তিনি সাধারণ মানুষকে সতর্ক করে বলেন, “সেবাশ্রয় শিবিরের দেওয়া ওষুধ খাবেন না; অভিযোগ উঠছে, হিন্দুদের জন্ম নিয়ন্ত্রণের জন্য সেখানে ওষুধের সঙ্গে বিশেষ কিছু মেশানো হচ্ছে।” শুভেন্দুর এই বিতর্কিত মন্তব্য ঘিরে ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে।বিরোধী দলনেতার এই আক্রমণকে গুরুত্ব দিতে নারাজ জোড়াফুল শিবির। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পাল্টা দাবি করা হয়েছে যে, নন্দীগ্রামের প্রতিটি ঘরে ‘সেবাশ্রয়’ শিবির পৌঁছে যাওয়ায় বিজেপি এখন রাজনৈতিকভাবে কোণঠাসা। পরাজয়ের আশঙ্কায় এবং সাধারণ মানুষের সমর্থন হারানোয় প্রবল চাপে পড়েই শুভেন্দু অধিকারী এমন ভিত্তিহীন ও সাম্প্রদায়িক উসকানিমূলক কথা বলছেন বলে দাবি শাসকদলের নেতাদের।

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তৎপরতায় রাজ্যের একাধিক জায়গায় সেবাশ্রয়ের আয়োজন করা হচ্ছে। সেই তালিকায় রয়েছে নন্দীগ্রামও। স্বাভাবিকভাবেই বহু মানুষ সেখানে যাবেন। আমজনতাকে, মূলত হিন্দুদের সেবাশ্রয় বিমুখ করতে গিয়ে বেফাঁস মন্তব্য করে বসলেন শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের এক কর্মসূচিতে তিনি বলেন, “সেবাশ্রয় শিবিরের ট্যাবলেট খাবেন না, ওতে জন্ম নিয়ন্ত্রণের ওষুধ মেশানো আছে। হিন্দু জনসংখ্যা যাতে বৃদ্ধি না পায় সেই কারণে সেবাশ্রয় থেকে জন্ম নিয়ন্ত্রণের ট্যাবলেট বিলি করা হবে। তৃণমূল চায়, নন্দীগ্রামে হিন্দু ভোটার কমে যাক। যে ওখানে কেউ রক্ত পরীক্ষাও করাবেন না।”

শুভেন্দুর এমন মন্তব্যকে প্রবল চাপে পড়ে ‘প্যানিক রিয়‍্যাকশন’ বলে মন্তব্য করেছে তৃণমূল কংগ্রেস। দলের তরফে তৃণমূল মুখপাত্র বলেন, “বিরোধী দলনেতা যে নন্দীগ্রামে সেবাশ্রয় শিবিরের ঘোষণায় ভয় পেয়েছেন, আগামী ভোটে হারার আতঙ্কে ভুগছেন এই হাস্যকর মন্তব্য থেকেই তার প্রমাণ মিলছে।” তৃণমূলের আরও দাবি, মানুষের চিকিৎসায় সেবাশ্রয় শিবির, তার ওষুধে জন্মনিয়ন্ত্রণ হবে, এটা শুনলে যে কেউ হাসবেন।” বিরোধী দলনেতার বক্তব্যকে চরম অরাজনৈতিক বলেই মন্তব্য তৃণমূলের।

You might also like!