
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: রাজ্যজুড়ে ভোটার তালিকা সংশোধনের (SIR) কাজ নিয়ে যখন রাজনৈতিক তরজা তুঙ্গে, ঠিক সেই আবহেই বুধবার দুপুরে সাধারণ নাগরিকের কর্তব্য পালন করলেন টলিউড সুপারস্টার দেব। বেলা সাড়ে বারোটা নাগাদ যাদবপুরের কাটজুনগর স্বর্ণময়ী স্কুলে কমিশনের শুনানিতে হাজিরা দেন তিনি। প্রয়োজনীয় নথি জমা দিয়ে বেরিয়ে এসে সাধারণ মানুষের লাইনে দাঁড়ানো এবং হয়রানি নিয়ে সরব হলেন অভিনেতা-সাংসদ।
রাজ্যে এসআইআর-এর শুনানি পর্ব চলছে। নথিতে সামান্য গরমিলেও তলব করা হচ্ছে ভোটারদের। দীর্ঘ লাইনে দাঁড়াতে হচ্ছে বৃদ্ধ, অসুস্থদেরও। শুনানিতে ডাক পেয়েছেন জয় গোস্বামী, মহম্মদ শামি, লক্ষ্মীরতন শুক্লা-সহ বহু বিখ্যাত মানুষ। সেই তালিকায় নাম ছিল ঘাটালের সাংসদ তথা অভিনেতা-পরিচালক দেবেরও। নোটিস পাঠিয়ে আজ, বুধবার তাঁকে হাজিরা দিতে বলা হয়েছিল। এদিন নির্দিষ্ট সময়েই যাদবপুরের কাটজুনগর স্বর্ণময়ী স্কুলে পৌঁছন তিনি। স্বাভাবিকভাবেই তাঁকে একনজর দেখতে উপচে পড়ে ভিড়। তবে গাড়ি থেকে নেমে সোজা স্কুলের ভিতরে চলে যান দেব।
বেরিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন তিনি। বলেন, “দায়িত্ববান নাগরিক হিসেবে যা কর্তব্য সেটাই করলাম। যা যা নথি চেয়েছিল তা দিলাম। তবে আমাকে ডাকার পর থেকে অনেকে ফোন করেছেন। জানিয়েছেন বৃদ্ধ, অসুস্থদের দীর্ঘ লাইনে দাঁড়াতে হচ্ছে। অনেকে ভয় পাচ্ছেন। এসআরএর ক্ষেত্রে আমাদের বয়সের নাগরিকদের কোনও সমস্যা নেই। কিন্তু সিনিয়র সিটিজেন অর্থাৎ যাদের ৭০-৮০ উর্ধ্ব বয়স, অসুস্থ তাঁদের রিলিফ দেওয়া প্রয়োজন। তাই কমিশনের কাছে আবেদন যে বিষয়টা একটু ভেবে দেখা হোক। কমিশনের কাছে তাঁর আরও আর্জি, “নির্বাচনটা মানুষের কাছে উৎসব। তাই কোনও বৈধ ভোটারের নাম যেন বাদ না যায়।” এদিন শুনানির পর এসআইআরের কাজে যুক্ত সকলকে কুর্নিশ জানান দেব। ছবিও তোলেন তাঁদের সঙ্গে।
