
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: অভিনেত্রী সেলিনা জেটলির সুখী দাম্পত্যের আড়ালে যে দীর্ঘদিনের লড়াই আর অপমান লুকিয়ে ছিল, তা এখন প্রকাশ্যে। সম্প্রতি এক আবেগঘন পোস্টে সেলিনা জানিয়েছেন, তাঁদের ১৫তম বিবাহবার্ষিকীর দিনটি তাঁর কাছে এক দুঃস্বপ্নে পরিণত হয়েছিল।
ঠিক কী হয়েছিল সে দিন? ১৫তম বিবাহবার্ষিকীর সকালেও সেলিনা ঘুণাক্ষরে টের পাননি, তাঁর সঙ্গে এত বড় প্রতারণা করবেন স্বামী পিটার। তাঁকে উপহারের টোপ দিয়ে পোস্টঅফিসে নিয়ে যান পিটার। সেখানে তাঁর হাতে বিচ্ছেদের নোটিস তুলে দেন। বিশেষ দিনে তাঁর অনুভূতি নিয়ে এ ভাবে ছেলেখেলা করবেন তাঁর স্বামী, মনে পড়লেই ভিজে উঠছে তাঁর চোখ। পুরো ঘটনাকে তিনি ‘পরিকল্পিত’ আখ্যা দিয়েছেন।
বার্তায় সেলিনা লিখেছেন, গত বছরের ১১ অক্টোবর। ঘড়িতে রাত ১টা। প্রতিবেশীদের সাহায্যে অস্ট্রিয়া ত্যাগ করেছিলেন। নিজের সম্মান, সন্তান এবং ভাইকে রক্ষা করতেই দেশ ছেড়ে পালানো ছাড়া তাঁর আর কোনও উপায় ছিল না। সেলিনা বলেন, নিরুপায় হয়ে খুব সামান্য টাকা নিয়ে তিনি ভারতে ফিরে আসেন। নতুন করে জীবন শুরু করতে বাধ্য হন।সেলিনার আরও দাবি, অস্ট্রিয়ার পারিবারিক আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও তাঁকে তিন সন্তানের সঙ্গে যোগাযোগ করতে দেওয়া হচ্ছে না। তিনি সন্তানদের প্রতিপালনের অধিকার থেকেও বঞ্চিত। বার্তায় প্রাক্তন অভিনেত্রী লিখেছেন, “আমার হৃদয় ভেঙে গিয়েছে।” তাঁর বিরুদ্ধে সন্তানদের উস্কানি দেওয়া হচ্ছে, এমনও অভিযোগ তাঁর।
