Country

2 hours ago

Andhra Pradesh.:অন্ধ্রপ্রদেশে বাস ও ট্রাকের সংঘর্ষে আগুনে দগ্ধ হয়ে মৃত ৩

Andhra Pradesh accident
Andhra Pradesh accident

 

নান্দিয়াল, ২২ জানুয়ারি : ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়াল অন্ধ্রপ্রদেশে। কন্টেনার ট্রাকের সঙ্গে বেসরকারি বাসের মুখোমুখি সংঘর্ষে আগুন লেগে যায় দু'টিতেই। বৃহস্পতিবার ভোররাতে অন্ধ্রপ্রদেশের নান্দিয়াল জেলায় দুর্ঘটনাটি ঘটেছে। জানা গিয়েছে, বাসটির ডানদিকের একটি চাকার টায়ার ফেটে যায়। এর পরেই নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি ধাক্কা মারে উল্টোদিক থেকে আসা একটি ট্রাকে। আগুনে পুড়ে গিয়ে মৃত্যু হয়েছে ট্রাক এবং বাস চালকের। এছাড়াও ট্রাকের খালাসিও প্রাণ হারান।

পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার ভোরেরাতে অন্ধ্রপ্রদেশের নান্দিয়াল জেলায় একটি বেসরকারি বাস নিয়ন্ত্রণ হারিয়ে কন্টেনার ট্রাকে ধাক্কা মারে। মুখোমুখি সংঘর্ষের জেরে আগুন ধরে যায়। এই দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু হয়েছে এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। নান্দিয়াল জেলার শিরিভেলা মণ্ডলের শিরিভেলামেত্তা গ্রামের কাছে গভীর রাত ১টা থেকে ভোররাত ২টোর মধ্যে দুর্ঘটনাটি ঘটে। বাস ও ট্রাকের চালক ও ট্রাকের খালাসি দুর্ঘটনায় দগ্ধ হয়ে মারা গেছেন, যা তাঁদের চেনা অসম্ভব বলে পুলিশ জানিয়েছে। বেসরকারি বাসটি নেলোর থেকে হায়দরাবাদ যাচ্ছিল, ওই বাসে ৩৬ জন যাত্রী ছিলেন। বাসটির একটি টায়ার ফেটে যাওয়ায় এই দুর্ঘটনাটি ঘটে।

You might also like!