Country

2 hours ago

Delhi is reeling from air pollution: বায়দূষণে জেরবার দিল্লি, একিউআই এখনও উদ্বেগজনক স্তরেই

Delhi is reeling from air pollution
Delhi is reeling from air pollution

 

নয়াদিল্লি, ২২ জানুয়ারি : বায়ুদূষণে নাজেহাল রাজধানী দিল্লি। বৃহস্পতিবারও দূষণের জালে আবদ্ধ থাকল জাতীয় রাজধানী। দিল্লির বিভিন্ন স্থানে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স ছিল উদ্বেগজনক স্তরে। সকালের দিকে দিল্লি-এনসিআর-এর কিছু অংশে ঘন ধোঁয়াশার আস্তরণ ছিল। পাণ্ডব নগরের স্বামীনারায়ণ অক্ষরধাম মন্দির সংলগ্ন এলাকার এয়ার কোয়ালিটি ইন্ডেক্স (একিউআই) ছিল ৩৭৭।

কনকনে ঠান্ডার মধ্যেই এদিন সকালে দিল্লির বিভিন্ন অংশ ধোঁয়াশার আস্তরণে ঢেকে যায়। ইন্ডিয়া গেট এবং কর্তব্য পথ এলাকায় এয়ার কোয়ালিটি ইনডেক্স ছিল ২৮১। দিল্লির আইটিও এলাকায় একিউআই ছিল ৩৩১, এইমস এলাকায় ৩৫৯। যাইহোক, জাতীয় রাজধানীতে বৃহস্পতিবারও বায়ু দূষণ উদ্বেগজনক স্তরে ছিল, সকাল ৭টা নাগাদ গড় বায়ু গুণমান সূচক ৩৩১ রেকর্ড করা হয়েছে।

You might also like!