West Bengal

1 hour ago

Shankar Ghosh :শিলিগুড়িতে একদিনের অনশনে শঙ্কর ঘোষ, বিঁধলেন তৃণমূলকে

Shankar Ghosh
Shankar Ghosh

 

শিলিগুড়ি, ২২ জানুয়ারি: শিলিগুড়িতে একদিনের অনশনে বসলেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। বিরোধী দলের বিধায়কদের সাংবিধানিক অধিকার রক্ষা ও বিধায়ক উন্নয়ন তহবিল প্রক্রিয়া সরলীকরণের দাবিতে বৃহস্পতিবার শিলিগুড়িতে একদিনের অনশন শুরু করেছেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ।

তিনি তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করে বলেন, "বিরোধী দলের নির্বাচিত বিধায়ক হিসেবে প্রথম দিন থেকেই আমি প্রত্যক্ষ করেছি, রাজ্য সরকার এবং ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস কীভাবে নিজেকে ক্ষমতার অপব্যবহার করে বিরোধী দলের জনপ্রতিনিধিদের নিশানা করছে এবং তাদের গণতান্ত্রিক অধিকার খর্ব করছে। বিধায়কদের জন্য বরাদ্দ তহবিল ব্যবহার এবং তাদের নিজ নিজ নির্বাচনী এলাকায় উন্নয়নমূলক কাজের ক্ষেত্রে ইচ্ছাকৃতভাবে রাজনৈতিক বাধা তৈরি করা হচ্ছে।"

উল্লেখ্য, বিধায়ক উন্নয়ন তহবিল ব্যবহারে অসহযোগিতার জন্য রাজ্য সরকারের বিরুদ্ধে এদিন ২৪ ঘণ্টার অনশন শুরু করেন শঙ্কর ঘোষ এবং অন্যান্য বিজেপি নেতা-কর্মীরা। শঙ্কর এদিন আরও বলেন, "রাজ্য সরকার বিরোধী প্রতিনিধিদের হয়রানির শিকার করছে। আমি বিধানসভার ভেতরে আমাদের মুখ্যমন্ত্রীর কাছে একটি ডেপুটেশন জমা দিয়েছিলাম। তিনি কোনও সাড়া দেননি। আমি মুখ্য সচিবকে চিঠি লিখেছিলাম, স্পিকারকে জানিয়েছিলাম।" কোথাও কোনও সদুত্তর পাননি বলেই অভিযোগ শঙ্করের।


You might also like!