Country

9 hours ago

North India freezes: দিল্লি-সহ উত্তর ভারতে হাঁড়কাঁপানো ঠান্ডা, শীতে জবুথবু পঞ্জাব ও হরিয়ানা

Cold weather sweeps northern India
Cold weather sweeps northern India

 

নয়াদিল্লি, ১৮ জানুয়ারি : কনকনে ঠান্ডায় কাঁপছে দিল্লি-সহ উত্তর ভারতের বিভিন্ন রাজ্য। হাড়কাঁপানো ঠান্ডা পঞ্জাব ও হরিয়ানাতেও। বিগত কয়েকদিনের মতো রবিবার সকালেও হাড়কাঁপানো ঠান্ডা অনুভূত হয়েছে দিল্লি ও এনসিআর অঞ্চলে। ঘন কুয়াশায় দৃশ্যমানতা কমে যাওয়ায় প্রভাবিত হয়েছে সড়ক ও বিমান পরিষেবা। শীত, কুয়াশা ও বায়ুদূষণে নাজেহাল অবস্থা রাজধানীজুড়ে। শীতের কাঁপুনি বেশ ভালোই অনুভূত হচ্ছে পঞ্জাব এবং হরিয়ানাতেও। উত্তর প্রদেশ, বিহারেও শীতের প্রকোপ অব্যাহত। উত্তর প্রদেশের বিভিন্ন জেলা এদিনও ছিল ঘন কুয়াশার কবলে। মাত্রাতিরিক্ত কুয়াশার পূর্বাভাসের প্রেক্ষিতে জারি রয়েছে কমলা সতর্কতা।

You might also like!