West Bengal

1 hour ago

Dilip Ghosh: আশা কর্মীদের অধিকারকে স্বীকৃতি দেওয়া উচিত, মন্তব্য দিলীপের

Dilip Ghosh
Dilip Ghosh

 

খড়গপুর, ২২ জানুয়ারি : আশা কর্মীদের অধিকারকে স্বীকৃতি দেওয়া উচিত, এমনই মন্তব্য করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। বৃহস্পতিবার সকালে দিলীপ বলেন, "আশা কর্মীদের ওপর যে ধরণের নিপীড়ন ও শোষণ চালানো হচ্ছে তা অত্যন্ত অনৈতিক এবং নিন্দনীয়। তাঁদের অধিকারকে স্বীকৃতি দেওয়া উচিত।" দিলীপের প্রশ্ন, যখন প্রতিটি বিভাগের কর্মীরাই অসন্তুষ্ট থাকবেন, তখন সরকার কীভাবে চলবে? উন্নয়ন কীভাবে হবে?"

রাজ্যে ইডি-র কাজ সম্পর্কে দিলীপ বলেন, "এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) যেভাবে কাজ করছে, তাতে এখানকার মানুষ খুশি। আমরা দুর্নীতিগ্রস্ত সকলকে কারাগারে দেখতে চাই।" এছাড়াও বাংলাদেশের সঙ্গে ভারতের ক্রিকেট প্রসঙ্গে দিলীপ বলেন, "পাকিস্তান ক্রিকেটে রাজনীতি এনেছে, আর বাংলাদেশও এখন একই পথে হাঁটছে। ক্ষতিটা তাদেরই হবে। তারা ভারতের হাত ধরে বিশ্ব ক্রিকেটে পৌঁছেছে। আমাদের খেলোয়াড়রা সেখানে গিয়ে তাদের ক্রিকেট শিখিয়েছে। আমাদের ডালমিয়া তাদের ক্রিকেটে আনার জন্য অনেক চেষ্টা করেছেন। এখন তারা আমাদের বিরুদ্ধে চলে গেছে।"

You might also like!