West Bengal

8 hours ago

West Bengal Weather: জাঁকিয়ে ঠান্ডা উধাও, তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস দক্ষিণবঙ্গে

West Bengal Weather
West Bengal Weather

 

কলকাতা, ১৮ জানুয়ারি : হালকা শীতের আমেজ রয়েছে, তবে জাঁকিয়ে ঠান্ডা উধাও। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় রবিবার সকালেও শীতের পরশ ছিল। এদিন সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.০ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১.৫ ডিগ্রি কম। আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, আগামী ২ দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় শীতের আমেজ থাকবে। তারপর থেকে ধীরে ধীরে বাড়বে তাপমাত্রা। বুধবারের মধ্যে ১৪ থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছতে পারে সর্বনিম্ন তাপমাত্রা। পশ্চিমের জেলাযগুলিতে ১০ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে তাপমাত্রা। বৃহস্পতিবার থেকে ফের তাপমাত্রা সামান্য নামতে পারে অথবা একই রকম থাকবে পরবর্তী কয়েকদিন। উত্তরবঙ্গে আপাতত স্বাভাবিকের কাছাকাছিই থাকবে তাপমাত্রা। বড়সড় পরিবর্তনের সম্ভাবনা নেই।

You might also like!