West Bengal

3 days ago

WB weather update: শীতের আমেজ একই রকম, দক্ষিণবঙ্গে হেরফের নেই তাপমাত্রায়

WB weather update
WB weather update

 

কলকাতা, ১৫ জানুয়ারি : কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আপাতত শীত থাকবে একই রকম। চলতি সপ্তাহে রাতের তাপমাত্রায় বিশেষ পরিবর্তন হবে না। যেমন রয়েছে, তেমনই থাকবে। সকালের দিকে কুয়াশা থাকবে। কিছু কিছু জেলায় ঘন কুয়াশার চাদরও দেখা যেতে পারে। আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের আবহাওয়া মূলত শুষ্ক থাকবে, এমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের।

বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.২ ডিগ্রি সেলসিয়াস। এদিন সকাল থেকে কলকাতার আকাশ মূলত পরিষ্কারই ছিল। ভোরের দিকে কোথাও কোথাও হালকা কুয়াশাও পড়েছে। আগামী সোমবার পর্যন্ত গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রায় বিশেষ ওঠানামা হবে না। আবহাওয়া মোটের উপর শুষ্কই থাকবে। চলতি সপ্তাহে সকালের দিকে সব জেলাতেই হালকা কুয়াশা দেখা যেতে পারে। তবে শনি এবং রবিবার সকালে ঘন কুয়াশা থাকতে পারে হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে। রবিবার মুর্শিদাবাদ, নদিয়া এবং উত্তর ২৪ পরগনা জেলাতেও ঘন কুয়াশা দেখা যেতে পারে।

You might also like!