Breaking News
 
TMC vs ED: আইপ্যাক কাণ্ডে ইডির ইমেল বিতর্ক, সুপ্রিম কোর্টে তৃণমূলের তীব্র প্রশ্ন Election Commission of India: এসআইআর শুনানিতে মাধ্যমিক অ্যাডমিট কার্ড গ্রহণযোগ্য নয়, কেন্দ্রীয় নির্বাচন কমিশনের নির্দেশ JEE Main: বাংলার আবেদনে সাড়া NTA-র, ২৩ জানুয়ারি জয়েন্ট মেন পরীক্ষা স্থগিত Malaika-Arjun: পুরনো প্রেম কি তবে নতুন মোড় নিল? অর্জুনকে নিয়ে মালাইকার বিস্ফোরক স্বীকারোক্তি—ফের কাছাকাছি আসার গুঞ্জন তুঙ্গে Veer Pahariya:নূপুরের প্রীতিভোজে শুধুই বীরের দেখা! কৃতি-কবীবের জোড়া অনুপস্থিতিতে উসকে দিল বিচ্ছেদের জল্পনা—তবে কি সব শেষ? Celina Jaitly Reveals Husband Peter Haag : সংসারের ইতি কি উপহারের টোপ দিয়ে? সেলিনা জেটলির চোখের জলে ভিজল অ্যানিভার্সারি—বিচ্ছেদের খবরে তোলপাড় নেটপাড়া

 

kolkata

3 days ago

Sukanta Majumdar: পশ্চিমবঙ্গের গৌরব ফেরাতে তৃণমূলের অপসারণ প্রয়োজন , সুকান্ত মজুমদার

Sukanta Majumdar
Sukanta Majumdar

 

কলকাতা, ১২ জানুয়ারি : পশ্চিমবঙ্গের গৌরব ফেরাতে তৃণমূলের অপসারণ প্রয়োজন, জোর দিয়ে বললেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বিজেপি নেতা ডঃ সুকান্ত মজুমদার। তিনি বলেন, "একসময় বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর ও রামমোহনের মতো মানুষেরা এই ভূমিতে বিচরণ করতেন। এখন ফাইল চোর, কয়লা চোরেরা এই ভূমিতে ঘুরে বেড়াচ্ছে, কারণ এখানকার পরিবেশটাই এমন।"

কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ডঃ সুকান্ত মজুমদার এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সোমবার সকালে স্বামী বিবেকানন্দের ১৬৪-তম জন্মবার্ষিকী উপলক্ষে কলকাতার রামকৃষ্ণ মিশন, স্বামী বিবেকানন্দের পৈতৃক বাড়ি ও সাংস্কৃতিক কেন্দ্রে তাঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।

সুকান্ত মজুমদার বলেন, "বাংলার সংস্কৃতিকে পুনরুজ্জীবিত করার এটাই উপযুক্ত সময়। আমাদের এই ভূমিকে বিবেকানন্দের ভূমিতে পরিণত করতে হবে। আমাদের উচিত বাংলাকে আবারও সাংস্কৃতিক বিপ্লব ও শিক্ষা বিপ্লবের কেন্দ্রবিন্দুতে পরিণত করার চেষ্টা করা এবং আজই সেই শুভ দিন, যেদিন আমাদের এই শপথ গ্রহণ করা উচিত। আর এটি করার জন্য আমাদের সেইসব ব্যক্তিদের সরাতে হবে যারা এই সমস্ত কেলেঙ্কারির সঙ্গে জড়িত এবং আমি মনে করি পশ্চিমবঙ্গের হারানো গৌরব ফিরিয়ে আনতে হলে তৃণমূল কংগ্রেস সরকারকে অপসারণ করা প্রয়োজন।"

You might also like!