Breaking News
 
TMC vs ED: আইপ্যাক কাণ্ডে ইডির ইমেল বিতর্ক, সুপ্রিম কোর্টে তৃণমূলের তীব্র প্রশ্ন Election Commission of India: এসআইআর শুনানিতে মাধ্যমিক অ্যাডমিট কার্ড গ্রহণযোগ্য নয়, কেন্দ্রীয় নির্বাচন কমিশনের নির্দেশ JEE Main: বাংলার আবেদনে সাড়া NTA-র, ২৩ জানুয়ারি জয়েন্ট মেন পরীক্ষা স্থগিত Malaika-Arjun: পুরনো প্রেম কি তবে নতুন মোড় নিল? অর্জুনকে নিয়ে মালাইকার বিস্ফোরক স্বীকারোক্তি—ফের কাছাকাছি আসার গুঞ্জন তুঙ্গে Veer Pahariya:নূপুরের প্রীতিভোজে শুধুই বীরের দেখা! কৃতি-কবীবের জোড়া অনুপস্থিতিতে উসকে দিল বিচ্ছেদের জল্পনা—তবে কি সব শেষ? Celina Jaitly Reveals Husband Peter Haag : সংসারের ইতি কি উপহারের টোপ দিয়ে? সেলিনা জেটলির চোখের জলে ভিজল অ্যানিভার্সারি—বিচ্ছেদের খবরে তোলপাড় নেটপাড়া

 

kolkata

3 days ago

Suvendu Adhikari: বাংলাকে বাঁচাতে হলে যুবাদের এগিয়ে আসতে হবে, শুভেন্দু অধিকারী

Suvendu Adhikari
Suvendu Adhikari

 

কলকাতা, ১২ জানুয়ারি : বাংলাকে বাঁচাতে হলে যুবাদের এগিয়ে আসতে হবে, পশ্চিমবঙ্গের যুবসমাজের কাছে এই আহ্বান জানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যুব সমাজের কাছে ভারতকেও শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন তিনি।

কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ডঃ সুকান্ত মজুমদার এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সোমবার সকালে স্বামী বিবেকানন্দের ১৬৪-তম জন্মবার্ষিকী উপলক্ষে কলকাতার রামকৃষ্ণ মিশন, স্বামী বিবেকানন্দের পৈতৃক বাড়ি ও সাংস্কৃতিক কেন্দ্রে তাঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।

বিরোধী দলনেতা বলেন, "আমি স্বামী বিবেকানন্দকে শ্রদ্ধা জানাতে এখানে এসেছি। তিনি আমাদের আদর্শ এবং তিনি স্পষ্টভাবে বলেছিলেন, আমাদের গর্বের সঙ্গে বলা উচিত আমরা হিন্দু। একজন হিন্দু হিসেবে আমি এখানে এসে স্বামী বিবেকানন্দকে আমার শ্রদ্ধা ও প্রণাম জানাই। বাংলা রক্ষা করতে এবং ভারতকে শক্তিশালী করতে যুবকদের এগিয়ে আসা উচিত।"

You might also like!