Breaking News
 
Mamata Banerjee: ‘বিজেপির লুট ও গণতন্ত্র হত্যা’, আইপ্যাক অফিসে ইডি অভিযানের প্রতিবাদে মিছিলের ডাক মমতার Mamata Banerjee at I-PAC Office: 'মার্ডার অফ ডেমোক্রেসি',সল্টলেকে আইপ্যাক অফিসে তল্লাশি, বিজেপি সরকারকে কটাক্ষ মমতার Mamata banerjee: ‘আমাদের ভোটের স্ট্র্যাটেজি ছিনতাই করা হয়েছে’—ইডি হানার মধ্যে I-PAC দপ্তরে তোপ দাগলেন মমতা Mamata Banerjee: তল্লাশির আবহে প্রতীকের বাড়ি থেকে I-PAC, মুখ্যমন্ত্রীর গাড়িতে তোলা হল গুরুত্বপূর্ণ নথি ED Raid at I-PAC Office: সল্টলেক ও লাউডন স্ট্রিটে ইডির তল্লাশি, কয়লা পাচারের পুরনো মামলায় প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি TMC government initiatives:তিন কর্মসূচিতেই কেল্লাফতে? বিরোধীদের রুখতে নবান্নের হাতিয়ার এখন পরিষেবা আর ‘পাঁচালি’ প্রচারের কড়া নজরদারি

 

kolkata

5 days ago

Abhishek Banerjee: দীর্ঘ অপেক্ষার পর DGCA অনুমতি,হেমন্ত সোরেনের কপ্টারে রামপুরহাটে রওনা অভিষেকের—একাধিক কর্মসূচিতে বদল

Abhishek Banerjee
Abhishek Banerjee

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: দীর্ঘ টালবাহানার পর অবশেষে DGCA অনুমতি দিলেন, এবং বেলা ২টা ১০ মিনিটে বেহালা ফ্লাইং ক্লাব থেকে হেলিকপ্টারে বীরভূমের উদ্দেশ্যে রওনা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে ব্যক্তিগত চপারের অনুমতি না মেলায়, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের চপারে রওনা হতে বাধ্য হন তিনি। চপার সংক্রান্ত এই সমস্যার কারণে সাংসদের রামপুরহাটের কর্মসূচিতে কিছু পরিবর্তন আনা হয়েছে। মন্দির নয়, প্রথমেই সভায় যোগ দেবেন তিনি এবং পরে হাসপাতাল গিয়ে সোনালি খাতুনের সঙ্গে সাক্ষাৎ করবেন। 

ছাব্বিশের নির্বাচনকে সামনে রেখে রাজ্যজুড়ে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার অর্থাৎ আজ বীরভূমে একাধিক সভা এবং কর্মসূচি রয়েছে তাঁর। মূল পরিকল্পনা ছিল, বেলা ১২টায় বেহালা ফ্লাইং ক্লাব থেকে চপারে উড়বেন, ১২:৫৩ মিনিটে তারাপীঠ সংলগ্ন চিনার মাঠে অবতরণ পরবর্তীতে তারাপীঠে পুজো দিয়ে দুপুর দেড়টায় রামপুরহাটের বিনোদপুর মাঠের রণসংকল্প সভায় পৌঁছে যাওয়ার কথা ছিল তাঁর। তাঁকে স্বাগত জানাতে নির্ধারিত সময়েই মঞ্চে পৌঁছে যান অনুব্রত মণ্ডল, রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়, কাজল শেখ-সহ অন্যান্যরা। বেলা ১ টায় শুরু হয়ে যায় অনুষ্ঠানও। কিছু সময় পর জানা যায়, চপার ওড়ার অনুমতি না পাওয়ায় সভা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। 

কিন্তু এক ঘণ্টার মধ্যে সমস্যা মিটে যায়। DGCA হেলিকপ্টারের অনুমতি দেয় এবং অভিষেক সভায় যোগ দিয়ে প্রথমে জনগণের সঙ্গে মিলিত হবেন, তারপর হাসপাতাল ও সোনালি খাতুনের সঙ্গে দেখা করবেন এবং বিকেলে তারাপীঠে পুজো দেবেন।


You might also like!