Entertainment

1 day ago

Akshay Kumar Accident: অক্ষয় কুমারের কনভয়ের গাড়িতে অটোর ধাক্কা, আহত দুই

Akshay Kumar's Escort Car Meets With Accident
Akshay Kumar's Escort Car Meets With Accident

 

মুম্বই, ২০ জানুয়ারি : বড় দুর্ঘটনার হাত থেকে বাঁচলেন বলিউডের অভিনেতা দম্পতি৷ সোমবার রাতে দুর্ঘটনার মুখে পড়ে অভিনেতা অক্ষয় কুমার ও টুইঙ্কল খান্নার কনভয় এর একটি গাড়ি৷ মুম্বই পুলিশ সূত্রে জানা গেছে, দুটি গাড়ির সঙ্গে একটি অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষ হয়৷ দুর্ঘটনায় দু'জন ব্যক্তি গুরুতর আহত হয়েছেন৷ জানা গেছে, সোমবার রাতে জুহুর কাছে অতি দ্রুতগতিতে আসছিল একটি অটো। একইসময়ে মু্ম্বই বিমানবন্দর থেকে নিজেদের বাড়িতে ফিরছিলেন অক্ষয় ও টুইঙ্কল। আচমকাই তাঁদের কনভয়ের একটি গাড়িতে ধাক্কা দেয় ওই বেপরোয়া গতির অটোটি। যদিও তারকা দম্পতি ওই গাড়িতে ছিলেন না। অন্য গাড়িতে থাকায় তাঁদের আঘাত লাগেনি। তবে দুর্ঘটনার জেরে খানিকটা আতঙ্কিত হয়ে পড়েন অক্ষয়-টুইঙ্কল। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয়। ক্ষতিগ্রস্ত গাড়ি ও অটোকে উদ্ধার করা হয়। সূত্রের খবর, অটোয় একজন যাত্রীও ছিলেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়। নিরাপদে তারকা দম্পতিকে বাড়ি পৌঁছে দেওয়া হয়। পুলিশের প্রাথমিক অনুমান, অটোটি দ্রুত গতিতে চলছিল। যার ফলে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে তা অক্ষয় কুমারের কনভয়ের মধ্যে থাকা নিরাপত্তা রক্ষীদের গাড়িতে ধাক্কা দেয়। অটোচালককে জিজ্ঞাসাবাদ করে গোটা বিষয়টি জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। রাস্তার সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে।

You might also like!