Entertainment

1 day ago

Amitabh Bachchan Vijay Varma: বিগ বি’র বাড়ির সোনালি কমোড! বিজয় ভার্মার ‘থ্রোব্যাক’ ছবিতে তোলপাড় টিনসেল টাউন

Golden Toilet at Amitabh Bachchan’s House
Golden Toilet at Amitabh Bachchan’s House

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: বাড়তি শখ থাকতে পারে, তার জলজ্যান্ত প্রমাণ মিলল অমিতাভ বচ্চনের বাড়িতে। সম্প্রতি অভিনেতা বিজয় ভার্মার শেয়ার করা এক পুরনো ছবি ঘিরে তুমুল চর্চা শুরু হয়েছে নেটদুনিয়ায়। ছবিতে দেখা যাচ্ছে—বিগ বি’র শৌচালয়ের ভেতরে দাঁড়িয়ে সোনালি রঙের কমোডের সঙ্গে সেলফি তুলছেন বিজয়। আর তাতেই চোখ কপালে অনুরাগীদের।

রবিবার প্রতিবারের মতোই জলসার বাইরে এসে অনুরাগীদের দর্শন দেন শাহেনশা অমিতাভ বচ্চন। এর আগেও অভিষেক-ঐশ্বর্যর বিভিন্ন ফ্রেমে বচ্চনবাড়ির অন্দরসজ্জার ঝলক মিলেছে। কিন্তু সরাসরি বিগ বি’র শৌচালয়ের অন্দরমহলে উঁকি—এমনটা আগে কখনও দেখা যায়নি। বিজয় ভার্মার শেয়ার করা সেই ছবিই নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। তবে বিষয়টি আজকের নয়। গল্পটা ঘুরে যায় প্রায় এক দশক আগে, ২০১৬ সালে। সেই বছর সুজিত সরকার পরিচালিত ‘পিঙ্ক’ ছবিতে অমিতাভ বচ্চনের সঙ্গে কাজ করেছিলেন বিজয় ভার্মা। ছবির কাজের সূত্রেই বচ্চন পরিবারের বাড়িতে আমন্ত্রিত হয়েছিলেন তিনি। আর সেই সময়ই সুযোগ পেয়ে বিগ বি’র শৌচালয়ে ঢুকে নজরকাড়া সোনালি কমোডের সঙ্গে সেলফি তুলেছিলেন অভিনেতা।


দীর্ঘ দশ বছর পর ‘থ্রোব্যাক ২০১৬’ ট্রেন্ডে গা ভাসিয়ে সেই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন বিজয়। সঙ্গে রসিক মন্তব্যে লেখেন,“২০১৬ সালটা আমার জীবনে একেবারেই মাইলফলক। ‘পিঙ্ক’-এ অসাধারণ কাস্ট ও ক্রুদের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছিলাম। বিগ বি আর সুজিতদার সঙ্গে কাজ করেছি, ঈশ্বর শচীন তেন্ডুলকরের সঙ্গেও দেখা হয়েছিল। আর হ্যাঁ, সেই বছরই বচ্চনজির বাড়িতে একটি সোনালি টয়লেটের সঙ্গে সেলফি তোলার সুযোগ পাই।”  বিজয়ের এই পোস্ট দেখেই অনুরাগীদের পেটে খিল ধরেছে। কেউ বিস্মিত, কেউ আবার মজা করে মন্তব্য করছেন—বচ্চনবাড়ির বিলাসিতার নমুনা নাকি সত্যিই অতুলনীয়! সব মিলিয়ে, একটি পুরনো ছবি নতুন করে শোরগোল ফেলেছে টিনসেল টাউনে।

You might also like!