Entertainment

2 hours ago

হানার জ্বলন্ত প্রতিবাদ, এমির মঞ্চে তুলে ধরলেন ‘Free Palestine’

'Hacks' star Hannah Einbinder shouts 'free Palestine' during first Emmy speech
'Hacks' star Hannah Einbinder shouts 'free Palestine' during first Emmy speech

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: হলিউডের গ্ল্যামার আর ফিলাডেলফিয়ার মাঠের গর্জন একত্রিত হয়ে এক ঐতিহাসিক মুহূর্ত সৃষ্টি করল—হানা আইনবাইন্ডারের প্রথম এমি জয়। ‘Hacks’ সিরিজের এই উজ্জ্বল মুখ কমেডি বিভাগে সেরা পার্শ্ব অভিনেত্রী হিসেবে সম্মানিত হন। বক্তৃতার শেষে তিনি চিৎকার করে বললেন, “Go Birds!”—একটিমাত্র স্লোগান, যা শুধু ফিলাডেলফিয়া ইগলসের প্রতি তাঁর ভালোবাসা প্রকাশ করল না, বরং এক সাংস্কৃতিক বিস্ফোরণে রূপ নিল। এরপর CBS তাঁর দুটি রাজনৈতিক মন্তব্য সেন্সর করলেও তা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়, এবং ইগলস ভক্তদের কাছে তা হয়ে ওঠে গর্বের উৎসব ও প্রতিবাদের প্রতীক।

আইনবাইন্ডারের শিরায় বইছে কমেডি আর ফিলাডেলফিয়ার রক্ত। তাঁর মা লারেইন নিউম্যান ছিলেন ‘Saturday Night Live’-এর প্রথম দিকের সদস্য, আর বাবা চ্যাড আইনবাইন্ডার পেনসিলভানিয়ার মানুষ। যদিও তিনি লস অ্যাঞ্জেলেসে বড় হয়েছেন, তবে তাঁর পূর্ব উপকূলের শিকড় ইগলসের প্রতি শ্রদ্ধাকে আরও গভীরতা দেয়। ফিলির ভক্তদের কাছে, এটা যেন তাঁদেরই একজনের মুখে প্রতিবাদ, যা ঠিক ম্যাচ জেতানো ড্রাইভের মতোই বাস্তব।

আইনবাইন্ডার শুধু ফুটবলেই থামেননি। বক্তৃতার শেষে তিনি বলেন, ‘Go Birds, fk ICE, and free Palestine’। CBS আইনবাইন্ডারের এই বক্তব্য সরাসরি সম্প্রচারে সেন্সর করলেও, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় তাঁর পুরো বক্তব্য। এই বক্তব্যে ফুটবল উল্লাসের সঙ্গে যুক্ত হয় প্রতিবাদের আগুন— একটি সাহসী সাংস্কৃতিক মুহূর্ত।

পরে সাংবাদিকদের আইনবাইন্ডার বলেন, ‘আমার বন্ধুরা আছে গাজায়, যারা চিকিৎসক, যারা শরণার্থী শিবিরে স্কুল গড়ে তুলছে। একজন ইহুদি হিসেবে আমার দায়িত্ব, ইজ়রায়েল রাষ্ট্রের সঙ্গে ইহুদি ধর্মকে আলাদা করে দেখা।’

‘Artists4Ceasefire’-এর লাল পিন পরে মঞ্চে ওঠা হানা ছিলেন ৪০০০ শিল্পীর সেই তালিকায়, যারা ইজ়রায়েলি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে কাজ না করার অঙ্গীকার করেছেন। তাঁর সাফ বক্তব্য, ‘বয়কট কোনও ব্যক্তিকে নয়, বরং সেই প্রতিষ্ঠানকে লক্ষ্য করে, যারা গণহত্যায় সহায়তা করছে।’

হানা আইনবাইন্ডারের স্যালুট প্রমাণ করল, দলীয় স্পিরিট শুধু NFL মরশুমে সীমাবদ্ধ নয়—এটি হলিউডের মঞ্চেও তীব্রভাবে ফুটতে পারে। ফিলাডেলফিয়ার জন্য এটি শুধুই একটি পুরস্কার অনুষ্ঠানের হাইলাইট নয়, বরং ‘Go Birds’-এর আরও একটি জয়, যা মাঠের বাইরেও প্রতিধ্বনিত হচ্ছে।

You might also like!