Entertainment

2 hours ago

Natalie Portman - Ranbir :বলিউডের রোমান্টিক নায়ক রণবীরকে কাঁদিয়ে দিলেন নাতালি পোর্টম্যান

Natalie Portman - Ranbir
Natalie Portman - Ranbir

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  বলিউডের ‘ক্যাসানোভা’ হিসেবে পরিচিত রণবীর কাপুর বহু নারীর হৃদয় ভেঙেছেন। কিন্তু জানা যায়, তাঁর মনও এক বিদেশিনীর হাত ধরে ভেঙে গেছে—হলিউডের অভিনেত্রী নাতালি পোর্টম্যানের।কপিল শর্মার অনুষ্ঠানে এসে এক বার বিষয়টি নিজেই জানিয়েছিলেন রণবীর। তিনি বলেছিলেন, কী ভাবে নাতালি তাঁকে এড়িয়ে চলে গিয়েছিলেন। ভারতে রণবীরকে দেখলে তাঁর পাশে মানুষের ভিড় জমে যায়। কিন্তু নিউ ইয়র্কের রাস্তায় ঘটেছিল উল্টো ঘটনা।

নিউ ইয়র্কের রাস্তায় চিত্রপরিচালক কোয়েন্টিন টারান্টিনো ও অভিনেত্রী নাতালিকে দেখে তাঁদের পিছু নিয়েছিলেন রণবীর। উদ্দেশ্য ছিল ওঁদের সঙ্গে একটি ছবি তোলার। রণবীর বলেছেন, “আমি নিউ ইয়র্কের রাস্তায় দৌড়োচ্ছিলাম। শৌচালয়ে যাওয়ার প্রয়োজন ছিল। হঠাৎ দেখি, আমার সামনে দিয়ে নাতালি পোর্টম্যান হেঁটে যাচ্ছেন। তিনি ফোনে কথা বলছিলেন। আমি সঙ্গে সঙ্গে ওঁর পিছনে দৌড়োতে থাকি। বলতে থাকি, ‘একটা ছবি, একটা ছবি’। কিন্তু আমি তখনও বুঝতে পারিনি, তিনি ফোনে কান্নাকাটি করছিলেন।”সেই সময়ে রণবীরের দিকে তাকিয়ে নাতালি পোর্টম্যান বলেছিলেন, “দূর হও।” আর এই কথার সঙ্গে সঙ্গে তিনি সটান এগিয়ে গিয়েছিলেন। রণবীরের কথায়, “সেই দিনে আমার মন ভেঙে গিয়েছিল। তবে তার মানে এই নয় যে, ওঁকে নিয়ে আমার মুগ্ধতা কমে গেছে। আজও ওঁকে দেখলে একই উত্তেজনায় ছবি তুলতে ছুটব।”

প্রায় একই ধরনের অভিজ্ঞতা হয়েছিল ‘পাল্প ফিকশন’-এর পরিচালক কুইন্টিন টারান্টিনোর সঙ্গেও। পরিচালককে দেখে রণবীর ছুটে গিয়েছিলেন, ডাকে সাড়া দিয়েছিলেন, কিন্তু ছবি তুলতে না পেরে গাড়িতে উঠে চলে যেতে হয়েছিল। রণবীর জানান, তাঁর সঙ্গে এমন ঘটনা নিয়মিতই ঘটে থাকে।উল্লেখ্য, নাতালি পোর্টম্যান অভিনয় করেছেন ‘ব্ল্যাক সোয়ান’, ‘নো স্ট্রিং অ্যাটাচ্‌ড’ এবং ‘ক্লোজ়ার’-এর মতো ছবিতে।

You might also like!