দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: বলিউড অভিনেত্রী দিশা পাটানির বরেলির বাড়িতে হামলার ঘটনায় প্রথমবার মুখ খুললেন তিনি। ঘটনার সূত্রপাত ওই দুষ্কৃতিদলের অভিযোগে—দিশা হিন্দু ধর্মাবলম্বী সাধু প্রেমানন্দ মহারাজ ও অনিরুদ্ধাচার্য মহারাজকে অপমান করেছেন। অভিযুক্ত গ্যাংস্টার গোল্ডি ব্রার ও রোহিত গোদারা এই অভিযোগকে নিয়ে প্রায় ১০–১২ রাউন্ড গুলি চালিয়ে দিশার বাড়িতে হামলা চালিয়েছিল। এই ঘটনায় দিশা পাটানি প্রকাশ্যে এসে জানালেন নিজের প্রতিক্রিয়া ও অভিজ্ঞতা।
এই মুহূর্তে অভিনেত্রী নিউ ইয়র্কে একটি অনুষ্ঠানে ব্যস্ত। বরেলির বাড়িতে হামলা চলার সময় সেখানেই ছিলেন অভিনেত্রী। সোশাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাগ করে নিয়েছেন নিউ ইয়র্কের ইভেন্টের নানা ঝলক। সেখানেই দেখা যাচ্ছে দিশাকে পাপারাজ্জিদের ক্যামেরায় পোজ দিতে। কালো লং ড্রেসে ধরা দেন দিশা। ইতিমধ্যেই সোশাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিও। বিদেশের মাটিতে হাসিমুখে অনুরাগীদের উদ্দেশ্যে হাত নেড়ে সৌজন্য বিনিময় করতে দেখা গিয়েছে দিশাকে। তাঁর সেই পোস্টে মন্তব্য করেছেন তারকারা। মৌনি রায় কমেন্টে লিখেছেন, ‘মাই বেবি’, জ্যাকলিন ফার্নান্ডেজ ইমোজি পোস্ট করেছেন কমেন্টে। কেউ আবার দিশার তন্বী চেহারার প্রশংসা করেছেন। এদিন সকলের সামনে বরাবরের মতোই ধরা দেন অভিনেত্রী। জীবনে ঘটে যাওয়া এক দুঃসহ ঘটনাকে পরোয়া না করে নিজের ছন্দে, নিজের পেশাকেই প্রাধান্য দিয়েছেন দিশা।
উল্লেখ্য, দিশার বরেলির বাড়িতে এদিন দুষ্কৃতি হামলার পর অভিনেত্রীর বাবা জগদীশ পাটানি জানিয়েছিলেন, “বরাতজোরে রক্ষা পেয়েছি। আর একটু হলেই বিপদ হয়ে যেত। প্রায় ১০ থেকে ১২ রাউন্ড গুলি চালিয়েছে ওরা। আর একটু হলেই তা আমার গায়ে লাগত। আমার পোষ্য় ডাকতে শুরু করলে আমি সতর্ক হয়ে যাওয়ায় আমি গুলিবিদ্ধ হওয়ার হাত থেকে বেঁচে যাই। নাহলে আমার গায়েও গুলি লাগত। অল্পের জন্য বেঁচেছি।” জগদীশ আরও বলেন, “আমরা সাধুসন্তদের সম্মান করি। অকারণে আমার মেয়েদের এর মধ্যে জড়ানো হচ্ছে। আমরা সনাতনী ধর্মে বিশ্বাসী। পুলিশ অভিযুক্তদের ধরার চেষ্টা করছেন। গুলিপরিক্ষা করে দেখা গিয়েছে যে তা এদেশের নয়। বিদেশ থেকে আনা।”