Entertainment

2 hours ago

Karishma Sharma: চলন্ত লোকাল ট্রেন থেকে ঝাঁপ –গুরুতর জখম ‘রাগিনি এমএমএস’-এর করিশ্মা শর্মা!

Actor Karishma Sharma
Actor Karishma Sharma

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  বলিউডের ‘রাগিনি এমএমএস’ ও ‘প্যায়ার কা পঞ্চনামা’র অভিনেত্রী করিশ্মা শর্মা চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দিয়ে গুরুতর আহত হয়েছেন। কেন এমন চরম সিদ্ধান্ত নিতে হল তাকে? নিজেই প্রকাশ্যে এনেছেন সেই কারণ। শুটিংয়ের উদ্দেশ্যে মুম্বইয়ের লোকাল ট্রেনে করে চার্চগেট যাওয়ার পরিকল্পনা করেছিলেন করিশ্মা শর্মা। তবে ট্রেনে ওঠার আগেই ঘটে যায় দুর্ঘটনা। ভারসাম্য হারিয়ে পড়ে গিয়ে মাথায় গুরুতর চোট পান তিনি। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন করিশ্মা। সেখান থেকেই অনুরাগীদের সঙ্গে এই ভয়ানক অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন তিনি। করিশ্মার এই অনভিপ্রেত দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই বলিপাড়ায় চাঞ্চল্য তৈরি হয়েছে। উদ্বিগ্ন ভক্তরা প্রিয় অভিনেত্রীর দ্রুত সুস্থতা কামনা করেছেন।

ঠিক কী ঘটেছিল? করিশ্মা জানিয়েছেন, “গতকাল মুম্বইয়ের চার্চগেটে শুটিংয়ে যাচ্ছিলাম। পরনে ছিল শাড়ি। ওঠার সময়ে আচমকাই ট্রেনের গতি বেড়ে যায়। বন্ধুরা আমার লাফ দেখে এবং ট্রেনের গতিবিধি দেখে এতটাই ভয় পেয়েছিল যে ট্রেন ধরতে পারেনি। ওরা ট্রেন না ধরায় আমি চলন্ত ট্রেন থেকেই লাফ দিয়ে নামার চেষ্টা করি। দুর্ভাগ্যবশত পিঠে-মাথায় গুরুতর চোট পেয়েছি।” বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন অভিনেত্রী। কেমন আছেন?


এপ্রসঙ্গে করিশ্মার সংযোজন, “আমার পিঠে প্রচণ্ড ব্যথা। মাথা ফুলে গিয়েছে। শরীরেও জখম হওয়ার চিহ্ন রয়েছে। চিকিৎসকরা এমআরআই করানোর পরামর্শ দিয়েছেন। মাথার আঘাত কতটা গুরুতর, সেটা জানার জন্য হাসপাতালে চব্বিশ ঘণ্টার জন্য ডাক্তারদের পর্যবেক্ষণে রাখা হয়েছে। গতকাল থেকে ব্যথায় ভুগছি। তবে আমি শক্ত রয়েছি। দয়া করে আমার দ্রুত আরোগ্য কামনা করুন সকলে। ঈশ্বরের কাছে প্রার্থনা করুন। এই কঠিন সময়ে আপনাদের ভালোবাসার প্রয়োজন আমার।” করিশ্মা শর্মার এক বন্ধুও হাসপাতাল থেকে অভিনেত্রীর শয্যাশায়ী ছবি পোস্ট করে লিখেছেন, “বিশ্বাস করতে পারছি না যে এমনটা ঘটেছে… আমার বন্ধু ট্রেন থেকে পড়ে গিয়েছিল, এবং ওর কিছুই মনে নেই। ওকে পড়ে যেতে দেখেই তড়িঘড়ি আমরা হাসপাতালে নিয়ে আসি। চিকিৎসকরা পরীক্ষা করে দেখছেন। ওর জন্য একটু প্রার্থনা করুন দয়া করে।”


You might also like!