Entertainment

3 hours ago

Vayuputra:ভারতীয় অ্যানিমেশনে নতুন ইতিহাস, হনুমানের নামে প্রথম থ্রিডি ছবি

Vayuputra
Vayuputra

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: ভারতীয় বিনোদুনিয়ায় এখন নতুন ঢেউ তুলেছে অ্যানিমেটেড সিনেমা। ভিজ্যুয়ালের অভিনব উপস্থাপনা আর গল্প বলার ভিন্ন ধাঁচে মুগ্ধ হচ্ছেন দর্শকরা। তাই প্রযোজক-পরিচালকেরাও ঝুঁকছেন পৌরাণিক কাহিনি ও দেবদেবীর কাহিনি নতুন প্রযুক্তির মোড়কে তুলে ধরতে। কয়েক মাস আগেই মুক্তি পেয়েছিল ‘মহাবতার নরসিমা’, যা বক্স অফিসে ঝড় তুলেছিল। সেই সাফল্যের আবহ কাটতে না কাটতেই আসছে আরও এক পৌরাণিক কাহিনিনির্ভর অ্যানিমেশন ছবি। নাগা বংশীর প্রযোজনায় এবার হনুমানকে নিয়ে তৈরি হচ্ছে নতুন থ্রিডি অ্যানিমেটেড ছবি—‘বায়ুপুত্র’।

চান্ডু মন্ডেটির পরিচালনায় ‘বায়ুপুত্র’ ছবিতে ফের একবার দর্শক দেখতে পাবেন এই ছবিতে থ্রিডি অ্যানিমেশনের নানা কাজ। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে এই ছবির ফার্স্ট লুক পোস্টার। সেখানেই খানিক বোঝা যাচ্ছে ঠিক কতটা থ্রিডি অ্যানিমেশনের ব্যবহার হয়েছে এই ছবিতে। উল্লেখ্য, ‘বায়ুপুত্র’ নিয়ে সর্বভারতীয় সংবাদমাধ্যমকে প্রযোজক নাগা বংশী বলেছেন, “ভারতের এ এক অমর কাহিনী যার সাক্ষী থাকবে আরও একবার সারা দুনিয়া ‘বায়ুপুত্র’ ছবির মাধ্যমে। এভাবে হনুমানকে কেউ কখনও কোনওভাবে জানতে পারেনি। বিগত বেশ অনেক বছর ধরেই আমি এবং আমার পরিচালক এই ছবি নিয়ে বহু পরীক্ষা চালাচ্ছি। এবার এই ছবি নিয়ে আমরা কয়েক পদক্ষেপ এগিয়েছি। এই ছবি নতুন প্রজন্মকে অনেক কিছু শেখাবে। আগামী বছর দশেরার সময় মুক্তি পাবে। তামিল, তেলেগু, মালয়লম ও কন্নড় ভাষায় এই ছবি দেখতে পাবেন দর্শক।”

উল্লেখ্য, জুলাই মাসে মুক্তিপ্রাপ্ত ‘মহাবতার নরসিমা’ এই ঘরানার ছবিকে এক অন্য দিশা দেখিয়েছে বলা যায়। বিশ্বব্যপী বক্স অফিসে প্রায় ৩০০ কোটির ব্যবসা করেছিল। এবং এই বছর ভারতীয় ছবির জগতে এটিই এখনও সর্বোচ্চ ব্যবসা করা ছবি বলেই জানাচ্ছেন বিশ্লেষকেরা।

You might also like!