দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: প্রতি বছর সেপ্টেম্বরেই স্টিভ জোবসের প্রতিষ্ঠিত Apple নতুন আইফোন মডেল বাজারে আনে, যা ঘিরে আইফোনপ্রেমীদের মধ্যে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। এবারে তার ব্যতিক্রম হয়নি। ৯ই সেপ্টেম্বর, মঙ্গলবার রাতে Apple সংস্থা কর্তৃক লঞ্চ হয়েছে বহু প্রতীক্ষিত iPhone 17 সিরিজের চারটি মডেল। নতুন এই ডিভাইসগুলোর বৈশিষ্ট্য কেমন, কী কী ফিচার যুক্ত হয়েছে, দাম কত, আর কোন পুরনো ফিচার এবার বিদায় নিয়েছে—তা জানতে উন্মুখ প্রযুক্তিপ্রেমীরা। চলুন, জেনে নিই iPhone 17 সিরিজের চারটি মডেল সম্পর্কে বিস্তারিত তথ্য।
∆ iPhone 17~
ডিসপ্লে- ৬.৩ ইঞ্চি;
প্রসেসর- অ্যাপল এ১৯;
ব়্যাম- ৮ জিবি/; ইন্টারনাল স্টোরেজ- ১২৮/৫১২ জিবি;
ক্যামেরা- ৪৮এমপি+৪৮এমপি+১৮এমপি;
ব্যাটারি- ৩৬৯২ Mah;
ওজন- ১৭৭ গ্রাম;
দাম- ৮২,৯০০ টাকা থেকে শুরু।
∆ iPhone 17 Pro~
ডিসপ্লে- ৬.৩ ইঞ্চি;
প্রসেসর- অ্যাপল এ১৯ প্রো;
ব়্যাম- ১২ জিবি/; ইন্টারনাল স্টোরেজ- ২৫৬/৫১২ জিবি ও ১ টিবি;
ক্যামেরা- ৪৮ এমপি+৪৮ এমপি+৪৮ এমপি+১৮ এমপি;
ব্যাটারি- ৩৯৮৮ Mah;
ওজন- ২০৬ গ্রাম;
দাম- ১,৩৪,৯০০ টাকা থেকে শুরু।
∆ iPhone 17 Pro Max~
ডিসপ্লে- ৬.৯ ইঞ্চি;
প্রসেসর- অ্যাপল এ১৯ প্রো;
ব়্যাম- ১২ জিবি/; ইন্টারনাল স্টোরেজ- ২৫৬/৫১২ জিবি, ১/২ টিবি;
ক্যামেরা- ৪৮ এমপি+৪৮ এমপি+৪৮ এমপি+১৮ এমপি;
ব্যাটারি- ৪৮৩২ Mah;
ওজন- ২৩৩ গ্রাম;
দাম- ১,৪৯,৯০০ টাকা থেকে শুরু।
∆ iPhone Air~
ডিসপ্লে- ৬.৫ ইঞ্চি;
প্রসেসর- অ্যাপল এ১৯ প্রো;
ব়্যাম- ১২ জিবি/; ইন্টারনাল স্টোরেজ- ২৫৬/৫১২ জিবি, ১ টিবি;
ক্যামেরা- ৪৮ এমপি++১৮ এমপি;
ব্যাটারি- ৩১৪৯ Mah;
ওজন- ১৬৫ গ্রাম;
দাম- ১,১৯,৯০০ টাকা থেকে শুরু।
ইতিমধ্যেই শুরু হয়েছে প্রি বুকিং। জানা যাচ্ছে, আগামী ১৯ তারিখ থেকে বাজারে মিলবে আইফোন ১৭-এর সবকটি মডেল।