কাঠমান্ডু, ১১ সেপ্টেম্বর: সেনাবাহিনীর দায়িত্বে এখন নেপাল। নেপালে সেনার শাসন জারি হওয়ার পর থেকেই হিংসাত্মক ঘটনা কমেছে। তবে, এখনও বলবৎ রয়েছে কারফিউ। পরবর্তী নির্দেশ পর্যন্ত কারফিউ বলবৎ থাকবে। এদিকে কাঠমান্ডু-সহ কয়েকটি জেলায় কারফিউর সময়সীমা বাড়িয়েছে নেপাল সেনা। শুধুমাত্র জরুরি পরিষেবার ক্ষেত্রে নির্দিষ্ট সময় ছাড় দেওয়া হয়েছে। এদিকে, নেপালে গণঅভ্যুর্থানের মধ্যেই ভারতীয় নাগরিকরা মাতৃভূমিতে ফিরে আসছেন। প্রতিবেশী দেশে অস্থিরতার মধ্যেই বৃহস্পতিবার সকালেও দার্জিলিংয়ের পানিট্যাঙ্কির নেপাল-ভারত সীমান্ত অতিক্রম করে ভারতে ফিরে আসছেন।