নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর : মঙ্গলবার ১৭-তম উপ-রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। ওই দিনই জানা যাবে কে হতে চলেছেন দেশের পরবর্তী উপরাষ্ট্রপতি। বিজেপি নেতৃত্বাধীন শাসক জোট এনডিএ-র প্রার্থী হলেন সি পি রাধাকৃষ্ণন। আর ইন্ডি জোটের প্রার্থী হলেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি বি সুদর্শন রেড্ডি। ফলাফল জানা যাবে মঙ্গলবারই।
পাঁচ বছরের মেয়াদ শেষ হওয়ার অনেক আগেই স্বাস্থ্য সংক্রান্ত কারণে গত ২১ জুলাই রাতে আচমকা উপরাষ্ট্রপতির পদ থেকে ইস্তফা দেন জগদীপ ধনখড়। কেন তিনি হঠাৎ ইস্তফা দিয়েছিলেন, তাঁর শারীরিক সমস্যা কতটা গুরুতর, তা নিয়ে বিস্তর প্রশ্নও উঠেছিল। এরই মধ্যে পরের দিনই তাঁর ইস্তফাপত্র গৃহীতও হয়ে যায়। অবশেষে মঙ্গলবার ধনখড়ের উত্তরসূরি ঠিক করতে নির্বাচন হবে।