Breaking News
 
Droupadi Murmu : রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর দীপাবলির শুভেচ্ছা Subhendu Adhikari: দুর্গাপুরকাণ্ডে আইনি লড়াই! ধর্নার অনুমতি চেয়ে হাই কোর্টে বিজেপি, পালটা জমায়েত সরাতে আদালতের দ্বারস্থ মেডিক্যাল কলেজ Arjun Singh: 'কঠোর পদক্ষেপ নয়'! এফআইআর-এর বিরুদ্ধে অর্জুন সিংকে ১০ নভেম্বর পর্যন্ত রক্ষাকবচ দিল কলকাতা হাই কোর্ট Jagadhatri Puja:চন্দননগরে আর 'সাট ডাউন' নয়! বিদ্যুৎ পরিষেবা সচল রেখেই এবার শোভাযাত্রা, বড় ঘোষণা প্রশাসনের Amit Shah: আর নয় বিলম্ব! বঙ্গ বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের ক্ষোভ মেটাতে কড়া বার্তা দিতে পারেন অমিত শাহ Google: ১.৫ হাজার কোটি ডলার বিনিয়োগ! অন্ধ্রপ্রদেশে AI হাব গড়তে চলেছে Google, ঐতিহাসিক পদক্ষেপ ভারতের ডিজিটাল যাত্রায়

 

Entertainment

2 weeks ago

Yuzvendra Chahal & Dhanashree Verma: চহলের কথা উঠতেই কেঁদে ফেললেন ধনশ্রী, বললেন— “ওর জন্য আমি সারাজীবন প্রার্থনা করব”!

Yuzvendra Chahal and Dhanashree Verma
Yuzvendra Chahal and Dhanashree Verma

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: চলতি বছর আনুষ্ঠানিকভাবে বিবাহবিচ্ছেদ ঘটে যুজবেন্দ্র চহল ও ধনশ্রী বর্মার মধ্যে। চহলের সঙ্গে দাম্পত্য জীবনের সময়েই বারবার ‘অর্থলোভী’ বলে কটাক্ষ সহ্য করতে হয়েছে ধনশ্রীকে। তবে বিচ্ছেদের পর থেকেই চহলের সঙ্গে বেতার সঞ্চালিকা মহবশের ঘনিষ্ঠতা নিয়ে জোর জল্পনা শুরু হয়। সম্প্রতি ধনশ্রী জানিয়েছেন, বিয়ের এক বছরের মধ্যেই স্বামীর পরকীয়া সম্পর্কে তিনি জানতে পেরেছিলেন। তবুও প্রাক্তন স্বামী চহলের প্রসঙ্গ উঠতেই আবেগে চোখ ভিজে ওঠে ধনশ্রীর।

এই মুহূর্তে ‘রাইজ় অ্যান্ড ফল’ নামের একটি রিয়েলিটি শোয়ের প্রতিযোগী ধনশ্রী। সেখানেই বিভিন্ন সময়ে অন্য প্রতিযোগীরা জানতে চেয়েছেন ধনশ্রীর বিবাহবিচ্ছেদ প্রসঙ্গে। কেউ আবার ধনশ্রীকে বিবাহবিচ্ছেদের প্রসঙ্গ তুলে কটাক্ষও করেছেন। অর্জুন বিজলানি সম্প্রতি ধনশ্রীর সামনে চহলের কথা তুললে, সে কথা এড়িয়ে যেতে চান তিনি। তার পরেই চোখে জল দেখা যায় ধনশ্রীর। অর্জুন সমবেদনা দিতে এগিয়ে এলে তিনি বলেন, ‘‘আমার তরফ থেকে ওঁর (চহল) প্রতি একটা আবেগ সবসময় থাকবে।’’ পাশপাশি ধনশ্রী এও জানান, তাঁর এই সম্পর্কে থাকাকালীন যা অভিজ্ঞতা হল, তার ফলে জীবনে আর কাউকে ভালবাসতে তিনি পারবেন না।

You might also like!