Breaking News
 
School jobs case: এসএসসি নিয়োগ বিধি নিয়ে হাই কোর্টের রায় চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা, শনিবার শুনানির সম্ভাবনা! PM Modi in Durgapur: নরেন্দ্র মোদির সভার আগে নাটকীয় মুহূর্ত দুর্গাপুরে, প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার দাবিতে কান্নায় ভেঙে পড়লেন এক তরুণী! Dilip Ghosh: দুর্গাপুরে মোদি, দিল্লিমুখী দিলীপ, বঙ্গ বিজেপিতে আদি-নব্য দ্বন্দ্ব ফের প্রকাশ্যে! RCB stampede report: আরসিবি-র বিজয় উৎসবে পদপিষ্ট হয়ে মৃত্যু ১১ জনের, চাপ বাড়ল ফ্র্যাঞ্চাইজির উপর; বিরাট কোহলির নাম জড়াল ঘটনায়! Partha Chatterjee: পার্থ চট্টোপাধ্যায়ের জামিনে ফের অনিশ্চয়তা,বিচারপতির অব্যাহতিতে স্থগিত সুপ্রিম কোর্টে শুনানি! Narendra Modi: মোদির সফর ঘিরে সাজো সাজো রব দুর্গাপুরে, নিরাপত্তায় কড়াকড়ি, রাজনীতির উত্তাপ চরমে!

 

Entertainment

11 months ago

Arjun-Malaika:তবে কি অর্জুন-মালাইকার সম্পর্ক জোড়া লাগছে?

Arjun-Malaika
Arjun-Malaika

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃকয়েক মাস ধরে খবরের শিরোনামে অর্জুন কাপুর ও মালাইকা অরোরা। তাঁদের সম্পর্ক ভাঙছে—এমন বক্তব্য ছিল ভারতীয় গণমাধ্যমগুলোর। এমনকি অর্জুন ও মালাইকা পরোক্ষভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে এমন কিছু পোস্ট দিয়েছিলেন, তাতে মনে হয়েছিল তাঁদের বিচ্ছেদ কেবল সময়ের ব্যাপার মাত্র। কিন্তু অর্জুন-মালাইকার গল্পে নতুন মোড়, আজ দুই তারকাকে একসঙ্গে দেখা গেল মুম্বাই বিমানবন্দরে। এ খবর চাউর হতেই অনুরাগীদের মধ্যে গুঞ্জন, তবে জোড়া লাগছে অর্জুন-মালাইকার সম্পর্ক?

কয়েক মাস আগেই খবর ছড়ায় সম্পর্কে ইতি টেনেছেন মালাইকা অরোরা ও অর্জুন কাপুর। পাঁচ বছর একসঙ্গে থাকার পর নাকি সম্পর্কে ভাঙন ধরেছে তাঁদের। খবরে সিলমোহর দিয়েছিল মালাইকা-অর্জুনের এক ঘনিষ্ঠ সূত্র।যদিও তারকা জুটি নিজেরা এই বিষয়ে মুখ খোলেননি। এসব জল্পনার মধ্যেই মালাইকা ও অর্জুনকে একসঙ্গে বিমানবন্দরে দেখা গেল।  

গাড়ি থেকে নেমে মুম্বাই বিমানবন্দরে প্রবেশ করতেই পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা দেন মালাইকা। এদিন তাঁর পরনে ছিল নীল রঙের কোট ও সাদা প্যান্ট। চোখে রোদচশমা। এর কিছুক্ষণ পরেই বিমানবন্দরে এসে পৌঁছান অর্জুন। তাঁর পরনে ছিল কালো টি–শার্ট ও কালো প্যান্ট। দুজন একসঙ্গে প্রবেশ না করলেও ছবি দেখে অনুরাগীদের মন্তব্য, সম্পর্ক মেরামত করতেই কোথাও যাচ্ছেন মালাইকা-অর্জুন।

দুজনের সম্পর্কে কী কারণে দূরত্ব তৈরি হয়েছিল, তা এখনো স্পষ্ট নয়। বিচ্ছেদ নিয়েও নিজে থেকে কোনো বিবৃতি দেননি তাঁরা। অনন্ত অম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়েতে মন খুলে নাচতে দেখা গিয়েছিল অর্জুন কাপুরকে। তবে সেই সময় বিদেশে ছুটি কাটাতে গিয়েছিলেন মালাইকা।

বিচ্ছেদের খবর ছড়ানোর পরে মালাইকা-অর্জুনের এক ঘনিষ্ঠ জানিয়েছিলেন, তাঁরা সৌজন্য বজায় রাখবেন নিজেদের মধ্যে।বরাবরই সম্পর্কে পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন তাঁরা। আপাতত সত্যি ঠিক কী, তা জানার অপেক্ষায় রয়েছেন মালাইকা ও অর্জুনের অনুরাগীরা।





You might also like!