Entertainment

4 weeks ago

RGKar Medical College: আরজিকর কাণ্ডে জর্জে উঠল বলিউড! বিচারের দাবি আয়ুষ্মান ও আলিয়ার

RGKar Medical College
RGKar Medical College

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- গত শুক্রবার আরজিকরে তরুণী এক চিকিৎসকে ধর্ষণ ও খুনের ঘটনায় ফুঁসছে গোটা তিলোত্তমা। এই ঘটনার প্রতিবাদে ১৫ আগস্ট মধ্যরাতে মহিলারা নেমেছিলেন রাত দখলে। ৭৮ তম স্বাধীনতা দিবসে দাঁড়িয়ে মহিলা চিকিৎসকের ওপর এই নির্যাতনের ঘটনায় শুধু কলকাতা নয় গোটা রাজ্য জুড়ে মহিলা,পুরুষ নির্বিশেষে “We Want Justice” বলে আওয়াজ তুলেছিলেন।

একই সঙ্গে এই ভাবে মিছিলে পা মেলাতে দেখা যায় বলিউডের তারকাদের। আরজি কর-কাণ্ডে মৃতা চিকিৎসকের অপরাধীদের শাস্তির দাবিতে গর্জে উঠেছেন বলিউড তারকা আয়ুষ্মান খুরানা ও অভিনেত্রী আলিয়া ভট্ট।

আয়ুষ্মান একটি ভিডিয়োয় তাঁর লেখা কবিতা পাঠ করেন। সেখানে তিনি বলেন, ‘‘আমি যদি ছেলে হতাম, তবে আমিও দরজায় ছিটকিনি না দিয়ে ঘুমোতে পারতাম। আমি যদি ছেলে হতাম, তা হলে ঘুরে বেড়াতাম সারা রাত। সকলের মুখে শোনা যায়, মেয়েকে পড়াশোনা করিয়ে প্রতিষ্ঠিত করতে হয়। আজ যদি চিকিৎসক না হতাম, তবে এ ভাবে মাকে চোখের জল হয়তো ফেলতে হত না। ৩৬ ঘণ্টা ধরে ধর্ষণ, পুরুষদের লালসার স্বীকার হলাম। যদি ওই পুরুষগুলোর মধ্যে ন্যূনতম নারীসত্তা থাকত। ভাবছি যদি আমি ছেলে হতাম, তা হলে বেঁচে থাকতাম।”

অন্যদিকে কন্যাসন্তানের মা আলিয়া সোশ্যাল মিডিয়ায় লেখেন, “আরও একটা ধর্ষণ, বুঝলাম মেয়েরা কোথাও সুরক্ষিত নয়। এক দশক আগে নির্ভয়াকাণ্ড নাড়া দিয়ে গিয়েছিল। আবার একই ঘটনা, কিছুই বদলায়নি। আমরা কী ভাবে আমাদের কর্মস্থলে যাব? এই চিন্তাই যেন কুরে কুরে খাচ্ছে। এই ঘটনা আরও একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল মহিলাদের সুরক্ষা আসলে তাঁদের নিজেদের হাতেই তুলে নিতে হবে।’’

You might also like!