দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:সিনেমা জগতে এখন বায়োপিকের চল তুঙ্গে। রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে শুরু করে ক্রীড়া তারকারা— সবার জীবনকাহিনীই এখন পর্দায় তুলে ধরতে চাইছেন নির্মাতারা। কপিল দেবের ১৯৮৩ সালের বিশ্বকাপ জয় নিয়ে তৈরি হয়েছে '৮৩', সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকের কাজও শুরু হবে বলে শোনা যাচ্ছে। এই আবহে, বিরাট কোহলির বায়োপিক নিয়েও দীর্ঘদিন ধরে জল্পনা চলছে। গুঞ্জন ছিল যে, পরিচালক অনুরাগ কাশ্যপ কিং কোহলির ক্রিকেট জীবন ও ব্যক্তিগত জীবনকে পর্দায় ফুটিয়ে তুলতে আগ্রহী। কিন্তু সেই জল্পনা সত্যি কিনা, তা জানতে মুখ খুললেন খোদ পরিচালক।
সম্প্রতি নিজের আসন্ন সিনেমা ‘নিশাঞ্চি’র প্রচারে হাজির হয়েছিলেন অনুরাগ কাশ্যপ। সেখানেই সাংবাদিকদের প্রশ্নের মুখে পরিচালক সাফ জানান, বিরাট কোহলির জীবনকাহিনি সিনেম্যাটিকভাবে পরিবেশন করতে চান না তিনি। কেন? ব্যাখ্যা দিতে গিয়ে অনুরাগ বলেন, “বিরাট কোহলির বায়োপিক করব কিনা, সেই বিষয়ে আমি সত্যিই সন্দিহান। অনেক মানুষ, অনেক শিশুদের কাছে ও এমনিতেই হিরো। কাজেই আমাকে যদি কারও বায়োপিক করতেই হয়, তাহলে কোনও কঠিন বিষয় কিংবা কোনও একজনের ব্যক্তিজীবন বেছে নেব”, তিনি বলেন। তাহলে কি কিং কোহলির বায়োপিক করা ‘জলভাত’? এমন প্রশ্ন অস্বাভাবিক নয়।
বিরাট কোহলির ব্যক্তিত্বের প্রশংসা করে পরিচালক অনুরাগ কাশ্যপ বলেন, "বিরাট খুব ভালো একজন মানুষ। আমি ওকে ব্যক্তিগতভাবে চিনি। সে খুবই খাঁটি এবং আবেগপ্রবণ একজন মানুষ, তার ব্যক্তিত্বও অসাধারণ।" তবে এত প্রশংসা সত্ত্বেও, অনুরাগ কাশ্যপ জানান যে বিরাট কোহলির জীবন নিয়ে সিনেমা বানানোর কোনো ইচ্ছে তার নেই।