kolkata

2 hours ago

Durga Puja 2025 :পুজোর নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ কর্তাদের পরিদর্শন, শহরে বাড়তি নজরদারি

Police officers visit to ensure security during Puja, increased vigil in the city
Police officers visit to ensure security during Puja, increased vigil in the city

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: আর মাত্র কয়েক দিনের মধ্যেই শুরু হতে চলেছে দুর্গাপূজা। দেবীপক্ষের সূচনাও প্রায় আসন্ন। এই আবহে, কলকাতার নামকরা পুজো মণ্ডপগুলোর প্রস্তুতি খতিয়ে দেখতে মাঠে নামছে পুলিশ-প্রশাসন। মঙ্গলবার সকাল সাড়ে ১১টা থেকে কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার (সদর) মীরাজ খালিদ নিজেই বিভিন্ন মণ্ডপ পরিদর্শন শুরু করেছেন।

কলকাতা পুলিশ সূত্রে খবর, আপাতত মোট ১২টি পুজোর প্রস্তুতি খতিয়ে দেখা হচ্ছে। সাড়ে ১১টা থেকে শুরু হয়েছে পরিদর্শন। প্রথমে বেহালা নূতন দলের পুজোমণ্ডপ দিয়ে সূচনা হয়েছে। তার পর একে একে বরিষা ক্লাব, বিবেকানন্দ পার্ক অ্যাথলেটিক ক্লাব, অজয় সংহতি, ৪১ পল্লি হরিদেবপুর, নাকতলা উদয়ন সঙ্ঘ, কামডহরি পূর্বপাড়া পঞ্চদুর্গা, কেন্দুয়া শান্তি সঙ্ঘ পাটুলি, বোসপুকুর তালবাগান, বোসপুকুর শীতলামন্দির, চেতলা অগ্রণী এবং সুরুচি সঙ্ঘের পুজো পরিদর্শন করা হবে।

কলকাতার নামকরা পুজোগুলিতে মহালয়ার পর থেকেই শুরু হয়ে যায় পুজো দেখার হিড়িক। ভিড়ও হয় মাত্রাছাড়া। তাই আগে থেকেই সব রকম ব্যবস্থাপনা খতিয়ে দেখছে পুলি‌শ-প্রশাসন।


You might also like!