Entertainment

4 months ago

RG Kar Incident:আর জি কর-কান্ডে উদ্ভুত পরিস্থিতে বড় সিদ্ধান্ত প্রযোজনা সংস্থার

A big decision for the production company in the situation arising out of the RG tax case
A big decision for the production company in the situation arising out of the RG tax case

 

কলকাতা, ১৬ আগস্ট : শুভশ্রী গঙ্গোপাধ্যায় ও আবির চট্টোপাধ্যায়ের ছবি বাবলি মুক্তি পেয়েছে স্বাধীনতা দিবসের দিন। শুক্রবার তার বিশেষ প্রিমিয়ারের ব্যবস্থা করেছিলেন তাঁরা। তবে এবার সেই কাজ থেকে বিরত থাকল প্রযোজনা সংস্থা।

সামাজিক মাধ্যমে একটি ভিডিয়ো শেয়ার করে শুভশ্রী গঙ্গোপাধ্যায় জানিয়ে দিলেন, ছবির বিশেষ প্রিমিয়ার বাতিল করা হচ্ছে। ছবি প্রেক্ষাগৃহে চলছে, যদি কেউ মনে করে, পছন্দ হয়, তবে যেন ছবিটি তাঁরা প্রেক্ষাগৃহে গিয়ে দেখেন।

ভিডিয়োটি শেয়ার করে ক্যাপশনে লিখলেন, ‘বর্তমান অস্থির ও অনভিপ্রেত পরিস্থিতিতে দাঁড়িয়ে টিম বাবলি-র তরফে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী আগামীকালের স্পেশাল স্ক্রিনিং বন্ধ থাকছে। আমরা ছবির সব রকমের প্রচার থেকেও দূরে থেকেছি। তবুও যাঁরা ছবি দেখতে আসছেন তাঁদের ধন্যবাদ জানাই। টিম ‘বাবলি’ নারী স্বাধীনতা ও মর্যাদার কথা বলে।’

You might also like!