Entertainment

4 months ago

Rishabh Shetty:৭০-তম জাতীয় চলচ্চিত্র উৎসব; সেরা হিন্দি ছবি গুলমোহর, শ্রেষ্ঠ অভিনেতা ঋষভ শেট্টি

Rishabh Shetty
Rishabh Shetty

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ঘোষিত হল ৭০-তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের বিজেতাদের নাম। শর্মিলা ঠাকুর এবং মনোজ বাজপেয়ী অভিনীত 'গুলমোহর' ছবি সেরা হিন্দি চলচ্চিত্রের পুরস্কার জিতেছে। প্রধান চরিত্রে সেরা অভিনেতা হয়েছেন ঋষভ শেট্টি, কান্তারার ছবির জন্য সেরা অভিনেতার শিরোপা পেয়েছেন ঋষভ শেঠি।

যুগ্মভাবে সেরা অভিনেত্রী হয়েছেন নিথ্যা মেনন (থিরুচিত্রমবলম) ও মানসী পারেখ (কচ্ছ এক্সপ্রেস)। সম্প্রতি, ফিল্মফেয়ার সাউথ অ্যাওয়ার্ডে এই ছবির জন্য সেরা অভিনেত্রীর পুরস্কারও জিতেছেন নিথ্যা মেনন। ৭০-তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা সঙ্গীত পরিচালক (নন ফিচার) হয়েছেমন বিশাল ভরদ্বাজ (ফুরসত)। সেরা চিত্রনাট্য মোনো নো আওয়ারে (কৌশিক সরকার)। সেরা সম্পাদনা (নন ফিচার) সুরেশ ইউআরএস (মাধ্যনতারা)। সেরা সিনেম্যাটোগ্রাফির জন্য পুরস্কৃত সিদ্ধার্থ দিওয়ান (মোনো নো আওয়ারে)। সেরা সঙ্গীত পরিচালক প্রীতম (ব্রক্ষ্মাস্ত্র পার্ট ওয়ান শিবা)।


You might also like!