Editorial

1 year ago

Trum :বাংলা ও বাঙালির আবেগ

trum
trum

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃএক সময় তার নাম ছিল জলের গাড়ি। জানা যায়, এই গাড়িতে করেই নাকি পরাধীন ভারতে ট্রাফিক পুলিশদের জন্য পৌঁছে দেওয়া হত পানীয় জল। তখন চলত ঘোড়ায় টানা ট্রাম। সে যেন এক স্বপ্নের মতো। ১৮৭৩ সালের ২৪ ফেব্রুয়ারি কলকাতায় প্রথম ঘোড়ায় টানা ট্রাম চালু হয়। 

তারপর গঙ্গা দিয়ে বয়ে গেছে অনেক জল... পুরনো ইতিহাস, কত আন্দোলন-বিক্ষোভ -মিছিলের সাক্ষী রয়েছে ট্রাম। ব্রিটিশ শাসিত ভারতের অস্থির সময় থেকে শুরু করে স্বাধীন ভারতের রক্তক্ষয়ী নকশাল আন্দোলন, চোখে দেখেছে ট্রাম। '৭৭ এর কংগ্রেস জামানার অবসান ঘটিয়ে বামফ্রন্টের নতুন যাত্রার সাক্ষী যেমন থেকেছে তেমনি আবার ৩৪ বছরের বাম শাসনের অবসানও দেখেছে কলকাতার ট্রাম। যৌবন ছাড়িয়ে সে আজ বার্ধক্যে!!

সেই আমলে প্রথম ঘোড়ায় টানা যাত্রী বোঝাই ট্রাম চলেছিল ৩.৯ কিলোমিটার পথ, শিয়ালদা থেকে আর্মেনিয়ান ঘাট পর্যন্ত। যা তৈরি করেছিল ইতিহাস। বর্তমানে শহর চলছে দুরন্ত গতিতে। বেড়েছে প্রচুর যানবাহনের সংখ্যা। আর তার ভিড়েই হারিয়ে যেতে বসেছে পরিবেশবান্ধব ট্রাম। তবে আজও নিজের অস্তিত্ব বজায় রেখে মাত্র দু’টি রুটে নিয়মিত চলে বাঙালির আবেগের ট্রাম।


You might also like!