Editorial

1 month ago

মার্কিন গণতন্ত্র বিপন্ন?

US democracy in dange
US democracy in dange

 

ইজরাযেকে পাশে রেখে ভারত এখন প্যালেস্টাইন ্প্রশ্নে তাদের পাশে এসে দাঁড়াতে শুরু করে দিযেে| মানবিক সাহায্য পাঠাচ্ছে গাজায এবং রাখায| তবে জঙ্গি দমন পালেস্টাইনকে সমর্থন করছে ভারত তাতে কোনও সন্দেহ নেই| এদিকে ভারতের ওপরে চাপ দিতে শুরু করে দিযেে বেশ কিছু ইসলামিক দেশ| তারা বলতে শুরু করেছে যে ভারতের ্প্রধানমন্ত্রীর নেতানিযাহু এর সঙ্গে ভালো সম্পর্ক রযেে| ভারতই পারে ইজরাযে যুদ্ধ বন্ধ করতে| কিন্তু যেখানে হামাসের মতো জঙ্গি সংগঠন রযেে সেখানে ভারত কোনও রকম ভাবে কথা বলতে রাজি নয| তুরস্ক আবার হামাসকে স্বাধীনতাকামী সংগঠন বলে স্বীকার করে| ইরানও হামাসের পক্ষে রযেে| পাকও হামাসের পক্ষে| এদিকে পাকিস্তানও হামাসকে সমর্থন করে| যদি পাকিস্তানের কোনও কিছুই করার ক্ষমতা নেই| তারা এখন তাদের ঘর সামলাতে ব্যস্ত| এদিকে ভারত ইরানের চাবাহার বন্দর নিযে একটি ঐতিহাসিক চুক্তি করেছে| তার ফলে গোঁষা রযেে আমেরিকার| আমেরিকা আবার বলতে শুরু করেছে যে ইরানের সঙ্গে যারা ব্যবসা এবং বাণিজ্য সম্পর্ক তৈরি করবে তাদের ওপরে আমেরিকার নিষেধাজ্ঞা জারি করবে|

ভারতের লোকসভার ভোট চলছে| এই সমযে আমেরিকার ভারতের লোকসভার নির্বাচন নিযে বহু মন্তব্য ্প্রকাশ করেছে| দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওযালকে গ্রেফতার করা নিযে আমেরিকাতে ঝড়  বযে গিযেিল| তার ফলে ভারত বাধ্য হযে বলতে শুরু করেছিল ভারতের অভ্যন্তরীন ব্যাপারে নাক গলাতে শুরু করে দিযেে বেশ কিছু বিদেশি রাষ্ট্র| তাদের লক্ষ্য হচ্ছে ভারতের লোকসভাকে বিপন্ন করে তোলা| এ ব্যাপারে ভারতের নির্বাচনকে নিযে বহু সমালোচনা করতে শুরু করে দিযেে| বলা হযেে ভারতের লোকসভার নির্বাচন বিরোধী রাজনৈতিক দলের অস্তিত্বকে স্বীকার করে নেওযা হচ্ছে না| ভারতের লোকসভার নির্বাচন একপেশে হযে পড়তে শুরু করে দিযেে| ভারতের পক্ষ থেকে এর জবাব দেওযা হযেে| বলা হযেে ভারত একটি মাত্র দেশ যেখানে স্বৈরতন্ত্রের কোনও শাসন নেই| যে ্প্রেসিডেন্ট আমেরিকাকে ধ্বংসের মুখে ঢেলে ফেলে দিযেিল তাকেই আবার ্প্রেসিডেন্ট করে আমেরিকাবাসীরা নিযে আসছে| সেখানেও তো সবচেযে বড় গণতন্ত্রের বিপদ খাঁড়া হযে রযেে| সারা বিশ্বকে আর্থিক ধমকানি দেওযার পথকে ্প্রস্তুত করছে আমেরিকাবাসী ট্রাম্পকে আবার পুনরায ্প্রেসিডেন্ট পদে নির্বাচন করে| এটা সারা বিশ্বের বিপদের লক্ষণ| সেই কারণে পরিস্কার করে বলা উচিত যে আমেরিকা বাসীর এখন গণতন্ত্র নিযে কোনও কোনও কথা উচ্চারণ করা  উচিত নয| আসলে আমেরিকার সবার ওপরে মাতব্বরি করার ইচ্ছা ্প্রকাশ করতে শুরু করে দিযেে| এখন সেটা আর  হচ্ছে না| সেই কারণে এখন আমেরিকার সবার নির্বাচনের দিকে নজর দিতে শুরু করেছে| আমেরিকার মধ্যেই আজকে গণতন্ত্র বিপন্ন হযে যেতে শুরু করেছে| সেখানকার শিল্পপতিরাই আমেরিকার গণতন্ত্রকে বিপন্ন করে তুলছে| বাসিন্দারা ট্রাম্পকে সমর্থন করে তারা গণতন্ত্রকে হত্যা করছে|


You might also like!