Country

4 days ago

RSS chief Mohan Bhagwat: তিন দিনের আন্দামান ও নিকোবর সফরে সরসঙ্ঘচালক, উন্মোচন করবেন বীর সাভারকরের মূর্তি

RSS chief Mohan Bhagwat
RSS chief Mohan Bhagwat

 

নয়াদিল্লি, ১১ ডিসেম্বর : রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস) এর সরসঙ্ঘচালক ডঃ মোহন ভাগবত বৃহস্পতিবার আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে তিন দিনের সফরে যাচ্ছেন। তিনি এখানে বীর সাভারকরের মূর্তি উন্মোচন করবেন।

তিনি এদিন শ্রী বিজয়পুরমে পৌঁছাবেন এবং আরএসএস কার্যকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। ১২ ডিসেম্বর তিনি দক্ষিণ আন্দামানের বেওদানবাদে মহান স্বাধীনতা সংগ্রামী বিনায়ক দামোদর সাভারকরের একটি মূর্তি উন্মোচন করবেন। তিনি ডঃ বি.আর. আম্বেদকর ইনস্টিটিউট অফ টেকনোলজিতে আয়োজিত একটি অনুষ্ঠানে বীর সাভারকরের চিন্তাভাবনার উপর ভিত্তি করে একটি গানও প্রকাশ করবেন। ১৩ ডিসেম্বর আরএসএস এর সরসঙ্ঘচালক শ্রী বিজয়পুরমের নেতাজি স্টেডিয়ামে এক সমাবেশে ভাষণ দেবেন এবং ১৪ ডিসেম্বর তাঁর ফিরে আসার কথা।

উল্লেখ্য, ব্রিটিশ আমলে বীর সাভারকরকে কালাপানির সাজা দিয়ে আন্দামানের সেলুলার জেলে বন্দি করা হয়েছিল। তিনি ১৯১১ সালের ৪ জুলাই থেকে ১৯২১ সালের ২১ মে পর্যন্ত পোর্ট ব্লেয়ারের জেলে ছিলেন।

You might also like!