Country

1 week ago

Earthquake felt in delhi: জোরালো তীব্রতার ভূমিকম্প দিল্লিতে; কম্পাঙ্ক ৪.০, সতর্ক করলেন মোদী

Earthquake felt in delhi
Earthquake felt in delhi

 

নয়াদিল্লি, ১৭ ফেব্রুয়ারি : জোরালো তীব্রতার ভূমিকম্পে কেঁপে উঠল রাজধানী দিল্লি। সোমবার সকাল ৫.৩৬ মিনিট নাগাদ দিল্লি ও এনসিআর অঞ্চলে ৪.০ তীব্রতার ভূমিকম্প অনুভূত হয়। ভূকম্পন টের পাওয়া মাত্রই বহু মানুষ আতঙ্কে ঘর থেকে বেরিয়ে আসেন। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, ভূমিকম্পের উৎসস্থল ছিল দক্ষিণ দিল্লির ধৌলাকুঁয়া। সেখানে দুর্গাবাই দেশমুখ কলেজ অফ স্পেশ্যাল এডুকেশনের জমির ঠিক নীচে ভূমিকম্প হয়েছে। মাটি থেকে গভীরতা খুব বেশি নয়, মাত্র পাঁচ কিলোমিটার।

সোমবার সকালে ভূমিকম্পের পর সতর্ক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি লিখেছেন, ‘‘দিল্লি এবং আশপাশের এলাকায় কম্পন অনুভূত হয়েছে। সকলের কাছে আমার অনুরোধ, আপনারা শান্ত থাকুন। ভূমিকম্পের আফ্‌টারশক হতে পারে, তার জন্য সতর্ক থাকুন। পরিস্থিতির দিকে নজর রেখেছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।’’ উল্লেখ্য, সোমবার সকাল ৮.০২ মিনিট নাগাদ ভূমিকম্প অনুভূত হয় বিহারের সিওয়ানেও, সেখানে কম্পনের তীব্রতা ছিল ৪.০।

You might also like!