নয়াদিল্লি, ১৫ জানুয়ারি : 'সেনা দিবসে' আমি সেই বীর সৈনিকদের প্রণাম জানাই যাঁরা মাতৃভূমিকে রক্ষা করতে গিয়ে জীবন উৎসর্গ করেছেন। বুধবার এভাবেই 'সেনা দিবসে'-র শ্রদ্ধা জানালেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
তিনি লিখেছেন, “ভারতীয় সেনাবাহিনীর সাহসী সৈন্যদের এবং তাঁদের পরিবারকে আন্তরিক শুভেচ্ছা। নিজেদের অদম্য বীরত্ব এবং সাহসিকতার সাথে, সেনাবাহিনীর সৈন্যরা ভারতীয় সেনাবাহিনীকে বিশ্বের সেরা সেনাবাহিনীর মধ্যে স্থান দিয়েছে।
দুর্গম মরুভূমি হোক বা তুষারময় পাহাড়, আমাদের সৈন্যরা প্রতিকূল পরিস্থিতিতেও তাঁদের নিষ্ঠা ও আত্মত্যাগের মাধ্যমে দেশের নিরাপত্তা ও সম্মানকে সর্বোচ্চ রেখেছে।”