কলকাতা, ১২ জানুয়ারি : মহানগরী কলকাতায় ফের ঊর্ধ্বমুখী তাপমাত্রার পারদ, তাপমাত্রা বাড়ল দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও। তাপমাত্রা বাড়লেও রবিবারও শীতের আমেজ অনুভূত হয়েছে শহর ও শহরতলিতে। রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৪ ডিগ্রি বেশি।
আলিপুর আবহাওয়া দফতর আগেই জানিয়েছিল, রবিবার থেকে বাড়বে তাপমাত্রা, সেই মতো রবিবাসরীয় ছুটির দিন চড়ল তাপমাত্রার পারদ। পশ্চিমী ঝঞ্ঝার জন্য এই ঊর্ধ্বমুখী তাপমাত্রা। ফলে, জাঁকিয়ে শীত নাও থাকতে পারে পৌষ সংক্রান্তিতেও। আবহাওয়া দফতর জানিয়েছে, সোমবার দার্জিলিঙে হালকা বৃষ্টি হতে পারে। কালিম্পংও সামান্য ভিজতে পারে সোমবার। দার্জিলিঙে তুষারপাতের সম্ভাবনাও রয়েছে।