মাদ্রিদ, ৭ জানুয়ারি : সোমবার রাতে কোপা দেল রে–র শেষ ৩২-এর ম্যাচে একপেশে লড়াইয়ে দেপোর্তিভা মিনেরাকে ৫-০ গোলে উড়িয়ে দিল কার্লো আনচেলত্তির রিয়াল মাদ্রিদ। ইউরোপের সফলতম দলটির পক্ষে জোড়া গোল করেছেন আর্দা গিল। একবার করে গোলের তালিকায় নাম লিখিয়েছেন লুকা মদ্রিচ, ফেদে ভালভের্দে এবং এদুয়ার্দো কামাভিঙ্গা। স্পেনের চতুর্থ স্তরের দলের বিরুদ্ধে ম্যাচের শুরু থেকেই আধিপত্য দেখায় রিয়াল। টানা আক্রমণের মুখে পড়া দেপোর্তিভা মিনেরা কোনও প্রতিরোধ গড়তে ব্যর্থ হয়। শক্তি ও সামর্থ্যে অনেক পিছিয়ে থাকা প্রতিপক্ষের বিরুদ্ধে রাজকীয় জয় তুলে নেয় ইউরোপের এই চ্যাম্পিয়ন ক্লাব।