Country

1 day ago

Mahakumbh 2025: সঙ্গমের তীরে আস্থার জনসমুদ্র! প্রয়াগরাজে পুণ্যস্নান ৮.৮১ কোটির বেশি ভক্তের

Mahakumbh 2025
Mahakumbh 2025

 

প্রয়াগরাজ, ২১ জানুয়ারি : উত্তর প্রদেশের প্রয়াগরাজে মহাকুম্ভের নবম দিনে ত্রিবেণী সঙ্গমে পুণ্যস্নান করে পুন্য অর্জন করলেন বিপুল সংখ্যক ভক্তরা। ঠান্ডাকে উপেক্ষা করেই, মঙ্গলবার ভোররাত থেকেই গঙ্গা, যমুনা ও সরস্বতীর মিলনস্থল ত্রিবেণী সঙ্গমে অমৃতস্নান করেছেন ভক্তরা। এযাবৎ ৮.৮১ কোটিরও বেশি ভক্ত ত্রিবেণী সঙ্গমে অমৃতস্নান করেছেন।

মঙ্গলবার সকালে উত্তর প্রদেশ সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, মঙ্গলবার সকালেই ১৫.৯৭ লক্ষের বেশি ভক্ত ত্রিবেণী সঙ্গমে আস্থার ডুব দিয়েছেন। সবমিলিয়ে এখনও পর্যন্ত ৮.৮১ কোটিরও বেশি ভক্ত পুণ্যস্নান করেছেন। গত ১৩ জানুয়ারি থেকে শুরু হয়েছে মহাকুম্ভ মেলা। মঙ্গলবার নবম দিনেও বিপুল সংখ্যক ভক্ত ত্রিবেণী সঙ্গমে আস্থার ডুব দিয়েছেন। মহাকুম্ভ মেলা চলবে ৪৫-দিন ধরে।

You might also like!