Entertainment

4 days ago

Aman Jaiswal: মাত্র ২২ বছরেই নিভে গেল একটি তরতাজা প্রাণ! আমান জয়সওয়ালের মৃত্যুতে শোকস্তব্ধ টেলি জগৎ

Aman Jaiswal
Aman Jaiswal

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: মুম্বইয়ের টেলিভিশন দুনিয়ায় শোকের ছায়া। তারাদের দেশে পাড়ি দিলেন 'ধরতি পুত্র নন্দিনী'র ধারাবাহিক খ্যাত আমান জয়সওয়ালের। মাত্র ২২ বছর বয়সেই নিভে গেল জীবনদ্বীপ। ইন্ডাস্ট্রির তরুণ মুখের এভাবে চলে যাওয়ার খবরে শোকস্তব্ধ তাঁর অনুরাগীমহল থেকে সহকর্মী সকলেই।  

বর্তমানে 'ধরতিপুত্র নন্দিনী' ধারাবাহিকে কাজ করছিলেন এই অভিনেতা। এই ধারাবাহিকের হাত ধরেই জনপ্রিয় হয়ে উঠেছিলেন তিনি। কিন্তু মুহূর্তের মধ্যেই সব থমকে গেলো।মুম্বাইয়ের জোগেশ্বরী হাইওয়েতে এক সড়ক দুর্ঘটনায় আমন জয়সওয়াল নামের প্রান গেল তরুণ অভিনেতার। “ধর্তিপুত্র নন্দিনী”-র লেখক ধীরজ মিশ্র জানান,  'আমান অডিশন দিতে যাচ্ছিল। হাইওয়েতে তাঁর বাইকে ট্রাক ধাক্কা মারে।সেখানেই সব শেষ।' আমনকে দ্রুত ক্যামা হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু আধা ঘণ্টার মধ্যেই তিনি গুরুতর আঘাতের কারণে মৃত্যুবরণ করেন। 

উত্তরপ্রদেশের বালিয়া জেলার বাসিন্দা আমন জয়সওয়াল,সোনি টিভির-র পুণ্যশ্লোক অহল্যাবাঈ শোতে যশবন্ত রাও ফানসের ভূমিকায় অভিনয় করেছিলেন। ২০২১ থেকে ২০২৩ সাল পর্যন্ত এই শো সম্প্রচারিত হয়েছে। তিনি অভিনয় করেছিলেন রবি দুবে ও সারগুন মেহতা প্রযোজিত জনপ্রিয় শো “উদারিয়াঁ”-তেও। পাশাপাশি আমান একজন মডেল হিসাবে তার কর্মজীবন শুরু করেছিলেন। 

ইনস্টাগ্রামে আমন প্রায়ই অভিনয়ের প্রতি তাঁর আবেগ প্রকাশ করতেন।  তাঁর শেষ পোস্ট ছিল “ধর্তিপুত্র নন্দিনী” নিয়ে, যেখানে তিনি পরিবারের বিরোধিতা অতিক্রম করে স্বপ্ন পূরণের কথা বলেছিলেন। আমনের ইনস্টাগ্রামে ৬৫,০০০-এর বেশি অনুগামী ছিল এবং তাঁর প্রাণবন্ত ব্যক্তিত্ব ভক্ত এবং ইন্ডাস্ট্রির সহকর্মীদের সঙ্গে গভীর সংযোগ স্থাপন করেছিল। 

স্ক্রিনরাইটার এবং পরিচালক ধীরজ মিশ্র ইনস্টাগ্রামে তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে লিখেছেন, “তুমি আমাদের স্মৃতিতে বেঁচে থাকবে… ঈশ্বর কখনও কখনও কতটা নিষ্ঠুর হতে পারে আজ তোমার মৃত্যুর মাধ্যমে তা উপলব্ধি করলাম… বিদায়।”

অভিনেত্রী দীপিকা চিকলিয়া তার শোক এবং হতবাক হওয়ার কথা প্রকাশ করে জানিয়েছেন,“এটি অত্যন্ত মর্মান্তিক। তার পরিবারের সদস্যরা মুম্বাইয়ে আসছেন তার মরদেহ নিয়ে যাওয়ার জন্য। তারা বালিয়া, বিহারে তার শেষকৃত্য করবেন।আমি হাসপাতালে গিয়েছিলাম। পরিবারের লোকেরা রাতে আসবে। আমরা কাল একটি প্রার্থনা সভার আয়োজন করব। আমি কাল তার বাবা-মার সাথে কথা বলব। তারা ভীষণ খারাপ অবস্থায় আছেন। তার বাবা হাসপাতালে ভর্তি হয়েছেন। তারা কথা বলার অবস্থায়ও নেই।”

  


You might also like!