Country

1 week ago

Heavy rains likely in coastal Karnataka:উপকূলীয় কর্ণাটকে ভারী বৃষ্টির সম্ভাবনা, সতর্কতা জারি আইএমডি-র

Heavy rains likely in coastal Karnataka
Heavy rains likely in coastal Karnataka

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ-  উপকূলীয় কর্ণাটকে ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানালো ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি)। এই মর্মে জারি করা হয়েছে সতর্কতা। ভারতীয় আবহাওয়া দফতর জানিয়েছে, ৩১ অক্টোবর উপকূলীয় কর্ণাটকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আইএমডি আরও জানিয়েছে, এই মাসের শেষে তামিলনাড়ু, পুদুচেরি, কারাইকাল, কেরল, মাহে, লাক্ষাদ্বীপ এবং উপকূলীয় এবং দক্ষিণ অভ্যন্তরীণ কর্ণাটকের কিছু অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, ১ নভেম্বর কেরল ও মাহে, তামিলনাড়ু, উপকূলীয় কর্ণাটক ও দক্ষিণ অভ্যন্তরীণ কর্ণাটকে বৃষ্টি প্রত্যাশিত। চলতি সপ্তাহে দেশের বাকি অংশে আবহাওয়ার কোনও উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই।

You might also like!