Country

1 month ago

Snowfall in kashmir Bandipora: বান্দিপোরার তুলাইল উপত্যকায় তুষারপাত, পাহাড় ঢাকল সাদা বরফে

Snowfall in kashmir Bandipora
Snowfall in kashmir Bandipora

 

শ্রীনগর, ২৯ অক্টোবর : পূর্বাভাস মতোই মঙ্গলবার নতুন করে তুষারপাত হয়েছে কাশ্মীরে। মঙ্গলবার সকালে জম্মু ও কাশ্মীরের বান্দিপোরা জেলার গুরেজের তুলাইল উপত্যকায় নতুন করে তুষারপাত হয়েছে। পাহাড় ঢেকে গিয়েছে সাদা বরফে। শ্বেতশুভ্র বরফের চাদরে ঢাকা পড়েছে সবুজ পাহাড়। মনোরম এই দৃশ্য চাক্ষুস করে আনন্দ ব্যক্ত করেছেন পর্যটকরা।

জম্মু ও কাশ্মীরের আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় মধ্য ও উত্তর কাশ্মীরের উঁচু পাহাড়ে হালকা বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে। মঙ্গলবারের পর ফের বদলাবে আবহাওয়া। আগামী ৭ নভেম্বর পর্যন্ত কাশ্মীরে আবহাওয়া থাকবে শুষ্ক। আবহাওয়া দফতর আরও জানিয়েছে, কৃষকদের ফসল কাটা, নিরাপদে ফসল সংগ্রহ ফসল এবং অন্যান্য কৃষিকাজ চালিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছে। ১ নভেম্বর থেকে সকালের সময় কাশ্মীরের সমভূমিতে কুয়াশার সম্ভাবনা রয়েছে।

You might also like!