Country

1 month ago

Weather Forecast: বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টি, আবহাওয়ার আমূল পরিবর্তন উত্তরাখণ্ডের বাঘেশ্বরে

Weather Forecast
Weather Forecast

 

বাঘেশ্বর, ৫ নভেম্বর : আবহাওয়ার আমূল পরিবর্তনের সাক্ষী হল উত্তরাখণ্ডের বাঘেশ্বর জেলা। মঙ্গলবার সকালে বাঘেশ্বর জেলার কাপকোটে বৃষ্টি ও সঙ্গে শিলাবৃষ্টি হয়েছে। স্বাভাবিকভাবেই বদলে গিয়েছে আবহাওয়া। সকাল থেকেই শীতের আমেজ কাপকোটে। পাহাড়ে বৃষ্টির সৌজন্যে সমতলও ঠান্ডা হয়েছে অনেকটাই।

বর্ষা বিদায়ের পরও উত্তরাখণ্ডের তিনটি জেলা, যথাক্রমে চামোলি, বাঘেশ্বর এবং পিথোরাগড়-এ হালকা বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দফতর। রাজ্যের বাকি অংশের আবহাওয়া মূলত শুষ্ক থাকবে৷ আবহাওয়া কেন্দ্রের পরিচালক বিক্রম সিং বলেছেন, বৃষ্টিপাতের অভাবে তাপমাত্রা ঊর্ধ্বমুখী। তবে, এবার বৃষ্টির সৌজন্যে তাপমাত্রা হ্রাসের সম্ভাবনা রয়েছে।


You might also like!