Country

2 months ago

Farooq abdullah : পাকিস্তানের সমালোচনায় সরব ফারুক, বললেন সন্ত্রাস কাউকে সাহায্য করবে না

Farooq abdullah (symbolic picture)
Farooq abdullah (symbolic picture)

 

শ্রীনগর, ৯ জুলাই ঃ জম্মু ও কাশ্মীরের কাঠুয়ায় সন্ত্রাসী হামলার জেরে ক্ষোভে ফুঁসছেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ন্যাশনাল কনফারেন্স-এর প্রধান ফারুক আব্দুল্লাহ। তিনি পাকিস্তানের সমালোচনায় সরব হয়েছেন। সন্ত্রাসের নিন্দা করে ফারুক আব্দুল্লাহ বলেছেন, সন্ত্রাস কাউকে সাহায্য করবে না। ফারুক আব্দুল্লাহ মঙ্গলবার বলেছেন, "এখন একমাত্র উপায় হল, সেই দেশের ওপর বিশ্বের চাপ বাড়াতে হবে। এটা শান্তির পথ নয়। এটা ধ্বংসের পথ, সন্ত্রাস কাউকে সাহায্য করবে না। আমাদের প্রতিবেশী যদি মনে করে যে আমাদের ভূখণ্ডে সন্ত্রাসীদের অনুপ্রবেশ করালে পরিবর্তন আসবে, তারা ভুল। তারা ব্যর্থ হবে... আমি ভয় পাচ্ছি যে এর পরে আমাদের রাগ এত বেড়ে যাবে যে আমরা আগ্রাসন ও প্রতিশোধ নিতে পারি। তারা ইতিমধ্যে নিজেদের দেশকে ধ্বংস করেছে, এবং এখন একটি যুদ্ধ আরও ধ্বংস করবে।"

ফারুক আব্দুল্লাহ আরও বলেছেন, তাদের সন্ত্রাস বন্ধ করতে হবে। তারা নিজেদের কর্মের জন্য সারা বিশ্বে নিন্দিত হচ্ছে... এই জওয়ানদের পরিবার শোকসন্তপ্ত এবং প্রতিশোধের দাবি করবে। তারা যদি এ পথে চলতে চায় তাহলে তাদের পরিণতির জন্যও প্রস্তুত থাকতে হবে... সন্ত্রাস ও সংলাপ একসঙ্গে চলতে পারে না। তারা যদি ভালো বন্ধন চায়, তাহলে তাদের সেই পথেই হাঁটতে হবে, আর সেই পথে সন্ত্রাস থাকে না।

You might also like!