Country

5 hours ago

Counting of votes in Haryana and Jammu and Kashmir:হরিয়ানা ও জম্মু-কাশ্মীরে ভোটগণনা শুরু, কঠোর সুরক্ষা ব্যবস্থার বন্দোবস্ত

Counting of votes in Haryana and Jammu and Kashmir
Counting of votes in Haryana and Jammu and Kashmir

 

নয়াদিল্লি, ৮ অক্টোবর : হরিয়ানা এবং জম্মু ও কাশ্মীরে শুরু হয়ে গেল বিধানসভা নির্বাচনের ভোটগণনা। মঙ্গলবার সকাল ৮টা থেকে শুরু হয়েছে ভোটগণনা। হরিয়ানায় ভোট হয়েছে এক দফায়। মোট বিধানসভা আসনের সংখ্যা ৯০। হরিয়ানার ২২টি জেলায় মোট গণনাকেন্দ্রের সংখ্যা ৯৩টি। ভোটগণনা যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, তাই পর্যাপ্ত নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে। ৯০ সদস্যের হরিয়ানা বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার জাদু সংখ্যা ৪৬।

জম্মু ও কাশ্মীরে বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ হয়েছে ৩ দফায়। এবার অত্যন্ত উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে ভোট-উৎসবে শামিল হয়েছেন জম্মু ও কাশ্মীরের জনসাধারণ। ফলাফল কি হয়, তা জানা যাবে মঙ্গলবারই। জম্মু ও কাশ্মীরেও নিরাপত্তা ব্যবস্থা আঁটোসাঁটো করা হয়েছে। মঙ্গলবার হরিয়ানার ৯০টি বিধানসভা আসন এবং জম্মু ও কাশ্মীরের সমস্ত ২০টি জেলার ৯০টি আসনের প্রার্থীদের ভাগ্য নির্ণয় হচ্ছে।

You might also like!