Cooking

4 hours ago

Food Recipe: গাজরের হালুয়ার স্বাদ এবার পেঁপেতে! কিভাবে বানাবেন জানেন?

Food Recipe of Papaya
Food Recipe of Papaya

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- বাঙালির অতি প্রিয় গাজরের হালুয়া। মন-প্রান জুড়ে রয়েছে গাজরের হালুয়ার রেসিপি। তবে এবার সেই স্বাদেই আসছে নয়া চমক। পেঁপের তরকারি খেয়ে স্বাদবিহীন জুভে স্বাদের জোয়ার আনবে 'পেঁপের হালুয়া'। বর্তমানে সুস্বাদু ও একাধারে পুষ্টিকর খাবারের প্রতি ঝোঁক তৈরি হয়েছে। তাই একই সঙ্গে স্বাস্থ্যকর ও সুস্বাদু ফল পেঁপে হল অন্যতম। শরীরের নানা সমস্যার নিরাময়ের জন্য পেঁপে বেশ ভালো সবজি। নতুনত্ব কিছু বানাতে চাইলে আজই ট্রাই করতে পারেন পেঁপের হালুয়া ।

 উপকরণ -  ৫ কাপ গ্রেটেড পাকা পেঁপে, ৬ টেবিলস্পুন চিনি, ৩ টেবিলস্পুন মিল্ক পাউডার, ৪ টেবিলস্পুন ঘি ও ৪ চা চামচ এলাচ গুঁড়ো, গার্নিশের জন্য ১৫ গ্রাম কাজুবাদাম।

প্রণালী -প্রথমে একটি প্যানে ঘি গরম করে নিন। ঘি গরম হয়ে গেলে প্যানে এলাচ ঢেলে দিন। এলাচ দিয়ে কিছুক্ষণ ঘিয়ে সাঁতলে নিন। প্যানে গ্রেটেড পেঁপে ঢেলে আঁচ বাড়িয়ে নাড়তে থাকুন। এভাবে কয়েক মিনিট প্রায় ১০ মিনিট নাড়তে থাকলে আস্তে আস্তে পেঁপে ঘি ছাড়তে শুরু করবে। এবার এতে দুধ ঢেলে দুধ ও পেঁপের মিশ্রণ ঘণ হয়ে যাওয়া পর্যন্ত নাড়তে থাকুন। ঘন হয়ে গেলে চিনি দিন। চিনি মিশে গেলে হালুয়া তৈরি হয়ে যাবে। এবার অল্প ঠান্ডা করে তাতে কাজুবাদামগুলো ছড়িয়ে দিন।

You might also like!