নয়াদিল্লি, ৬ ফেব্রুয়ারি : নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে সরব হলেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। তিনি বিজেপিকেও তীব্র আক্রমণ করেছেন। নির্বাচন কমিশনের সমালোচনা করে অখিলেশ বৃহস্পতিবার বলেছেন, "নির্বাচন কমিশন মৃত! তাদের সাদা কাপড় উপহার দিতে হবে।" বুধবার উত্তর প্রদেশের মিল্কিপুর বিধানসভা আসনে উপ-নির্বাচন ছিল। এই উপ-নির্বাচনকে ঘিরে একগুচ্ছ অভিযোগ জনিয়েছে সমাজবাদী পার্টি। এরই প্রেক্ষিতে অখিলেশ যাদব বলেছেন, এটাই বিজেপির নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ধরণ। নির্বাচন কমিশন মৃত, আমরা তাদের সাদা কাপড় উপহার দেব।"