Game

2 days ago

English Football League: ক্রিস্টাল প্যালেসের কাছে হারল ইউনাইটেড

English Football League (Symbolic picture)
English Football League (Symbolic picture)

 

ম্যানচেস্টার, ৩ ফেব্রুয়ারি : ইংলিশ প্রিমিয়ার লিগে রবিবার রাতে ইউনাইটেডকে ২-০ গোলে হারায় প্যালেস। ফরাসি ফরোয়ার্ড মাতেতা দুটি গোলই করেন দ্বিতীয়ার্ধে। চলতি মরসুমে ওল্ড ট্র্যাফোর্ডে এনিয়ে সাতটি লিগ ম্যাচ হারল ইউনাইটেড। ২৪ ম্যাচে ৮ জয় ও ৫ ড্রয়ে ২৯ পয়েন্ট নিয়ে টেবিলে তারা এখন ত্রয়োদশ স্থানে। সমান ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে তাদের ওপরে প্যালেস। ৬৭ শতাংশ সময় বল দখলে রেখে গোলের উদ্দেশ্যে ১৭ শট নেয় ইউনাইটেড। কিন্তু লক্ষ্যে কেবল দুটি রাখতে পারে তারা। অন্য দিকে ১১ শটের মধ্যে ৩টি শট লক্ষ্যে রেখে দুটিতেই গোলের দেখা পেয়েছে প্যালেস।

You might also like!