Country

4 days ago

Bomb threats in Several Delhi-NCR Schools: দিল্লি ও নয়ডার স্কুলে ফের বোমাতঙ্ক, তদন্ত শুরু পুলিশের

Bomb threats in Several Delhi-NCR Schools
Bomb threats in Several Delhi-NCR Schools

 

নয়াদিল্লি, ৭ ফেব্রুয়ারি : দিল্লি এনসিআর-এর স্কুলে আবারও বোমাতঙ্ক! শুক্রবার হুমকি বার্তা পেয়েছে দিল্লি ও নয়ডার স্কুল। এই হুমকি পাওয়ার পরই পুলিশ তদন্ত শুরু করেছে। যদিও, তল্লাশি পর অস্বাভাবিক কিছুই পায়নি পুলিশ। শুক্রবার সকাল ৭.৪২ মিনিট নাগাদ দিল্লির সেন্ট স্টিফেন কলেজেও ইমেলের মাধ্যমে বোমার হুমকি আসে। খবর পাওয়ার পর বোমা নিষ্ক্রিয়কারী দল ঘটনাস্থলে পৌঁছয়।

দিল্লি পুলিশ জানিয়েছে, দিল্লির ময়ুর বিহার ফেজ ১-এর আহলকন ইন্টারন্যাশনাল স্কুলের পক্ষ থেকে এসএইচও-পান্ডব নগরকে টেলিফোনে জানিয়েছিল, শুক্রবার স্কুল কর্তৃপক্ষ বোমার হুমকি পেয়েছে। স্কুলের অধ্যক্ষকে ইমেলের মাধ্যমে হুমকি পাঠানো হয়েছিল। স্কুল চত্বরে পুঙ্খানুপুঙ্খ তল্লাশি চালানো হয়, অস্বাভাবিক কিছু পাওয়া যায়নি।

You might also like!