দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: বর্তমানে যেকোনো ব্যক্তির আইডেন্টি প্রুফ হিসেবে আধারের ব্যবহার অপরিহার্য। দেশবাসীর অন্যতম প্রধান পরিচয়পত্র হলো আধার কার্ড। আজকের দিনে প্রতিটি মানুষেরই গুরুত্বপূর্ণ নথি আধার নম্বরের সাথে সংযুক্ত করা আছে। তবে এবারে আবারও কেন্দ্রীয় সরকার আধার সংক্রান্ত কিছু নিয়মে গুরুত্বপূর্ণ বদল এনেছে। এখন থেকে থেকে প্রাইভেট সংস্থাগুলিও তাদের গ্রাহকদের পরিষেবা প্রদানের জন্যে আধার যাচাইকরণ বা অথেন্টিকেশন করতে পারবে। গত শুক্রবার এমনই একটি বিজ্ঞপ্তি জানিয়েছে তথ্য-প্রযুক্তি মন্ত্রক। দেশবাসীর জীবন সহজতর করতে এবং বিভিন্ন পরিষেবা ভালোভাবে উপভোগ করতে পারার জন্যই এহেন উদ্যোগ নেওয়া হয়েছে বলেই জানিয়েছে কেন্দ্রীয় সরকার। এমনকি এই প্রক্রিয়ায় বেশ কিছু সংস্থার সিদ্ধান্ত গ্ৰহণের ক্ষমতা বাড়বে,স্বচ্ছতা বজায় থাকবে।
কেন্দ্রের তরফ থেকে জানানো হয়েছে, আধার অথিন্টেকেশনের পরিসর বৃদ্ধির ফলে সরকারি দফতর বা প্রতিষ্ঠান থেকে বেসরকারি প্রতিষ্ঠানে গ্রাহকদের তথ্য নিয়ে স্বচ্ছতা থাকবে। এর ফলে পরিষেবা প্রদানের প্রক্রিয়াও দ্রুত সম্পন্ন করা সম্ভব হবে বলে আশা করছে সরকার। উল্লেখ্য, আধার অথেন্টিফিকেশন ফর গুড গভর্নেন্স অ্যামেন্ডমেন্ট আইন ২০২৫-এর অধীনে নেওয়া হয়েছে এই উদ্যোগ। সরকারের বক্তব্য, এই নয়া নিয়মে সার্ভিস প্রোভাইডার এবং গ্রাহকের মধ্যে বিশ্বাসযোগ্য লেনদেনের যোগসূত্র স্থাপন হবে।
সম্প্রতি বাজেট বক্তৃতায় কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ঘোষণা করেছিলেন, নতুন রূপে আসবে কেওয়াইসি সিস্টেম। ফলস্বরূপ, কেওয়াইসি নাম নথিভুক্তকরণ থেকে তথ্য সংশোধনসহ নানা প্রক্রিয়া আরও সহজ করে দেওয়া হবে বলে জানানো হয়। সেন্ট্রাল কেওয়াইসি রেজিস্ট্রি অর্থাৎ ভোটার, আধার, প্যান কার্ড ইত্যাদির ক্ষেত্রে এই সুবিধা পাওয়া যাবে বলে ঘোষণা করা হয় এই বছরের বাজেটে। কেওয়াইসি রেজিস্ট্রির পাশাপাশি তথ্য সুরক্ষার দিকেও নজর দেওয়া হয়েছে বাজেটে।